আজ বাংলাদেশের লাহোর জয় করার দিন

সাকিব আফ্রিদি
Vinkmag ad

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই এশিয়া কাপের সুপার ফোর মঞ্চায়িত হচ্ছে। আজ (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের পূর্ণ সমর্থন পাবে ঠিক, তবে বাংলাদেশ আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেই মাঠ থেকেই নিজেদের সুপার ফোর নিশ্চিত করেছে। পাশাপাশি কিছু সমর্থক-বাংলাদেশি থাকবেন, তা তো বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, হয়ে আসছে। শুধু খেলার হিসেবে নয়, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা আরও নানাভাবে মাঠ ও মাঠের বাইরে এসেই যায়। জেনে নিই ম্যাচের আগে দু’দলের অবস্থা।

নর্থাম্পটন থেকে মিরপুর

বাংলাদেশের জন্য প্রথম বিশ্বকাপ, ১৯৯৯ সাল। ইংল্যান্ডের নর্থাম্পটনে হওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তান ছিল তখন তুমুল জনপ্রিয় দল। বলা চলে, টুর্নামেন্টে সেরা দল হিসেবে তাঁরা অংশ নিয়েছিল। কিন্তু সেদিন বাংলাদেশের বিপক্ষে হার দেখতে হয় তাঁদের। বাংলাদেশের দেওয়া ২২৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৬১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ৩ উইকেট ও ২৭ রান নেওয়া বাংলাদেশের খালেদ মাহমুদ সুজন।

পাকিস্তানের বিপক্ষে মিরপুরের স্মৃতি বাংলাদেশের জন্য সবসময়ই তাজা হয়ে থাকবে। ৩ ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টিতেও এসেছিল জয়। এসব স্মৃতি বাংলাদেশ দলকে পাকিস্তানের বিপক্ষে সাহস যোগাবে বলেই আশা করা যায়। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে দুঃখের স্মৃতিও বেশ কঠিনভাবেই দাগ কাটা। তা ২০১২ এর ফাইনাল বা ২০১৪ সালে বড় রান করেও হার। তবে সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে কিছু পার্থক্য অবশ্যই দৃশ্যমান।

দুই দলের বর্তমান অবস্থা

পাকিস্তানের সাথে শেষ ৫ দেখায় বাংলাদেশের জয় ৪ টিতে। শেষ দেখা হয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে, সেবার বাংলাদেশ পরাজিত হয়। তবে বর্তমান বাংলাদেশের ওডিআই শক্তিমত্তা নিয়ে কারও সন্দেহ নেই। দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে নাজমুল হাসান শান্তর ইনজুরি। গতকাল এই খবর জানা যায়। চোটের কারণে এশিয়া কাপে আর থাকছেননা এই ফর্মে থাকা ব্যাটসম্যান। তবে আশার খবর, লিটন দাস সুস্থ হয়ে দলের সাথে যোগ দিয়েছেন।

পাকিস্তান নিজেদের ঘরের মাঠে ফেভারিট থাকবে। দর্শক সমর্থন ও পিচ সবকিছুতে কিছুটা এগিয়ে থাকবে দলটি। ইতোমধ্যে জানা গেছে, পাকিস্তান তাঁদের একাদশ ঘোষণা করেছে। মোহাম্মদ নওয়াজের বদলে ফাহিম আশরাফকে দলে নিয়েছে তাঁরা। সম্ভবত বাংলাদেশে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি থাকায়, স্পিনার রেখে একজন মিডিয়াম পেসারকে যুক্ত করা হয়েছে।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান (সহ-অধিনায়ক), শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ

পিচ ও কন্ডিশন

গাদ্দাফি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এর আগে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে প্রচুর রান হয়েছে। গতকাল শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচেও রান এসেছে এই মাঠে। আবহাওয়ার কথা বললে, এখানে বেশ গরম আর শুষ্ক ধরনের অবস্থা থাকে। প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে লাহোরে।

৯৭ ডেস্ক

Read Previous

অভিজ্ঞদের নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

Read Next

আজও টস জিতলেন সাকিব, একাদশে লিটন

Total
0
Share