অভিজ্ঞদের নিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেল অস্ট্রেলিয়া
Vinkmag ad

বিশ্বকাপের জন্য সর্বপ্রথম প্রাথমিক স্কোয়াডের ঘোষণা আসে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। গতমাসে ১৮ সদস্যের দল দেওয়া হয়। সেখান থেকে ১৫ সদস্য চূড়ান্ত করা হয়েছে আজ বুধবার (৬ সেপ্টেম্বর)। অ্যারন হার্ডি, নাথান এলিস, তানভীর সাঙ্গা- এই ৩ ক্রিকেটার ১৫ সদস্যের তালিকায় থাকতে পারেননি। দলে জায়গা পাননি মারনাস লাবুশেইন।

বিশ্বকাপের বাকি আর এক মাস। এরমধ্যে নিজেদের স্কোয়াড চূড়ান্ত করে নিল অস্ট্রেলিয়া। ১৮ সদস্যের দল ছোট হয়ে এল ১৫ তে। জায়গা পাননি লাবুশেইন। জায়গা হারিয়েছেন একেকবারেই নতুন ৩ ক্রিকেটার। অ্যারন হার্ডি; অলরাউন্ডার। নাথান এলিস; পেসার। তানভীর সাঙ্গা; লেগ স্পিনার। এই তিন-কে বাদ রেখে অভিজ্ঞদের উপর বিশ্বকাপের জন্য ভরসা রেখেছে ৫ বারের বিশ্বকাপ জয়ী এই দল।

ফাস্ট বোলিং অপশনে নেতৃত্ব দিবেন অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া থাকবেন জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। নতুন বলে দারুণ শুরু করতে তাঁরা প্রস্তুত থাকবেন সবসময়। নাথান এলিসের বদলে শন অ্যাবট-কে রাখা হয়েছে আরেকটি পেস অপশন হিসেবে। স্পিনের দায়িত্ব থাকবে অ্যাশটন অ্যাগার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা’র উপর।

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড; টপ অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব নিবেন। পরের লাইন-আপে থাকবেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মারকাস স্টইনিস ও ক্যামেরন গ্রিন। সম্প্রতি সাউথ আফ্রিকা সিরিজে মিচেল মার্শের নেতৃত্বে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে বেশ আক্রমণাত্মক দেখা গেছে অস্ট্রেলিয়া দলকে।

অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস; দুইজন আছেন উইকেটরক্ষকের দায়িত্বে। ক্যারি অবশ্যই প্রথম বিবেচনা হিসেবে একাদশে জায়গা রাখবেন। গত বিশ্বকাপে তাঁর পারফর্ম ছিল বেশ আশাব্যঞ্জক।

বিশ্বকাপের আগে অজিরা ওডিআই সিরিজ খেলবে সাউথ আফ্রিকা ও ভারতের সাথে। এছাড়াও বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে নেদারল্যান্ডস ও পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। বিশ্বকাপে তাঁদের প্রথম ম্যাচ আয়োজক ভারতের বিপক্ষে, চেন্নাইতে, ৮ অক্টোবর।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস , ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

৯৭ ডেস্ক

Read Previous

বিপিএলে নতুন ঠিকানায় সাকিব

Read Next

আজ বাংলাদেশের লাহোর জয় করার দিন

Total
0
Share