

বাংলাদেশের বিপক্ষে কাল এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে নামছে পাকিস্তান। আগের দুই ম্যাচের মতো বাংলাদেশ ম্যাচের জন্যও আগের দিন রাতে নিজেদের সেরা একাদশ জানিয়ে দিল ওয়ানডে র্যাংকিংয়ের নম্বর ওয়ান দল পাকিস্তান।
গ্রুপ পর্বে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও বাংলাদেশের বিপক্ষে কাল এক পরিবর্তন নিয়ে লড়াইয়ে নামবে পাকিস্তান। এই হাই-ভোল্টেজ ম্যাচের জন্য ফাহিম আশরাফকে যুক্ত করে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম অপেক্ষায় আছে দুই দলকে স্বাগত জানাতে।
মোহাম্মদ নওয়াজের পরিবর্তে কাল পাকিস্তানের সেরা একাদশে অলরাউন্ডার ফাহিম আশরাফের নাম।
এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ছিল ভিন্ন গ্রুপে। আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ:
Our playing XI for the Super 4 match against Bangladesh 🇵🇰💪#AsiaCup2023 | #BackTheBoysInGreen pic.twitter.com/kEfGMsvsgr
— Pakistan Cricket (@TheRealPCB) September 5, 2023
ফখর জামান, ইমাম–উল–হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ–অধিনায়ক), ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।