

প্রথম ম্যাচে ৪৪ রানে হারলেও ওয়ালটন বাংলাদেশ-ভারত হুইল চেয়ার সিরিজে ২য় ম্যাচেই জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়, সিরিজ নির্ধারণী ৩য় ম্যাচটিও কাল একই মাঠে অনুষ্ঠিত হবে।
সকালে ২য় ম্যাচে টস জিতে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সৌরভের ১৮৮ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৩৪৭ রানের বড় স্কোর পায়।
মাত্র ৬০ বলে ১৪ চার আর ২২ ছয়ে এই ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে উজ্জ্বল ৪ টি ও নাহিয়ান ২ টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী দুই ওপেনার মিঠু ও উজ্জ্বলের জোড়া হাফসেঞ্চুরিতে বিনা উইকেটেই ১৬৭ তুলে ফেলে স্বাগতিকরা।
মাঝে দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপদের শঙ্কা জাগলেও মোর্শেদ-মহিদুল ১৬১ রানের জুটি গড়ে ৫ বল আগেই দলকে জয়ের বন্দরে পোঁছে দেন। মোর্শেদ মাত্র ২৮ বলে ১১ চার আর ১১ ছয়ে ১১০ রান করেন।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ১৮৮ রান করা ভারতের সৌরভ।
বাংলাদেশ দলের অধিনায়ক মহসীন বলেন, “দ্বিতীয় ম্যাচ জিতে ছেলেরা খুবই খুশি। কাল ম্যাচ জিতে সিরিজ জয় করে সবাইকে উল্লাস করার উপলক্ষ এনে দিতে চাই।”