এশিয়া কাপের ভেন্যু নিয়ে ফের নতুন নাটক

এশিয়া কাপ
Vinkmag ad

কলম্বো নাকি হাম্বানটোটা? এশিয়া কাপের শেষ পর্বের ম্যাচের ভেন্যু নিয়ে এখনো কোনো স্পষ্ট সংবাদ নেই। তবে এসিসি সভাপতি জয় শাহ পিসিবিকে জানিয়েছে সুপার ফোর ও ফাইনাল ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হবে না, ম্যাচগুলো হবে কলম্বোতেই।

পিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে অচলাবস্থা এশিয়া কাপের শেষ পর্বের পরিকল্পনাকে বিপর্যস্ত করে দিয়েছে। সমস্যাটি সমাধানের জন্য অবিলম্বে এসিসি সভা আহ্বান করেছে।

এর আগে, এসিসি সমস্ত বোর্ডকে মেইল ​​করেছিল যে ম্যাচগুলি হাম্বানটোটায় স্থানান্তরিত হচ্ছে। সেই মেলটি এখন বাতিল করা হয়েছে। এশিয়া কাপের বাকি ম্যাচগুলো হাম্বানটোটায় নিয়ে যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। কলম্বোতেই ম্যাচ আয়োজনের কথা ভাবছে এসিসি।

এরমাঝেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল পিসিবিকে জানিয়ে দিয়েছে যে সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ কলম্বোতেই অনুষ্ঠিত হবে, যা মূলত আগেই ঘোষণা করা হয়েছিল।

কলম্বোতে মূল পরিকল্পনা অনুযায়ী সময়সূচী চালানোর চেষ্টা করা হচ্ছে। এসিসি এবং শ্রীলঙ্কার সর্বশেষ তথ্য অনুযায়ী, কলম্বোতে বিরাজমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড বৃষ্টির হুমকির মুখে থাকা এশিয়া কাপের কলম্বো লেগ হতে পারে কিনা তা দেখার পরিকল্পনা করছে আয়োজকরা।

৯৭ ডেস্ক

Read Previous

ডি ককের আকস্মিক অবসর ঘোষণা

Read Next

বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন

Total
0
Share