

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাতার কুইন্টন ডি কক ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতে ২০২৩ বিশ্বকাপই হবে তার শেষ অ্যাসাইনমেন্ট।
আজ এক বিবৃতিতে আসন্ন বিশ্বকাপ আসরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে প্রোটিয়া ক্রিকেট। স্কোয়াডে রয়েছে কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা।
তবে ডি কক ওডিআই থেকে আকস্মিক অবসর ঘোষণা করেছেন যা অক্টোবর-নভেম্বরে ভারতে আসন্ন বিশ্বকাপের পর কার্যকর হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) তাকে ১৫ জনের বিশ্বকাপ দলে নাম দেওয়ার কয়েক মিনিট পর ডি ককের অবসর ঘোষণা।
অস্ট্রেলিয়ায় বিবিএলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সাইন আপ করার পর দক্ষিণ আফ্রিকার জন্য ডি ককের প্রাপ্যতা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিগ ব্যাশের কারণে ডিক মিস করতেন আগামী ডিসেম্বরে। এবার তো অবসর ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন বিশ্বকাপই প্রোটিয়া জার্সিতে তার শেষ অ্যাসাইনমেন্ট।
ডি কক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেয়েছিলেন যেখানে দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে হেরেছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে আসন্ন পাঁচটি ওয়ানডেতে খেলতে প্রস্তুত।
তিনি এখন পর্যন্ত ১৪০টি ওয়ানডে খেলে ১৭টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ সেঞ্চুরি সহ ৪৪.৮৫ গড়ে মোট ৫৯৬৬ রান করেছেন। ডি কক একইভাবে টেস্ট থেকেও আকস্মিক অবসর ঘোষণা করেছিলেন, ২০২১ সালের ডিসেম্বরে।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন।