ভারতের বিশ্বকাপ দল ঘোষণা, নেই কোনো চমক

ভারত 1
Vinkmag ad

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার আজই শেষ দিন। এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কায় অবস্থান করছে ভারতীয় দল। এখানেই ঘোষণা করা হল তাদের স্কোয়াড। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে নেই কোনো বড় চমক। অধিনায়ক রোহিতের ডেপুটি হিসেবে থাকছেন হার্দিকই।

অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে দল ঘোষণায় উপস্থিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। যেখানে খুব বেশি চমক নেই। তবে বেশ উপযুক্ত ও মানানসই এক স্কোয়াড দেখা গেল।

এশিয়া কাপ মিশনে ১৭ সদস্যের দল নিয়ে আসে ভারত। এই দল থেকে বাদ যান প্রসিদ্ধ কৃষ্ণা ও তিলক ভার্মা। বিশ্বকাপ দলেও নেই অভিজ্ঞ দুই স্পিন উইজার্ড চাহাল-অশ্বিন।

৪ জন পেস বোলার, সাথে আছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্পিনের দায়িত্ব থাকবে ৩ জনের হাতে। বাকিরা ব্যাটসম্যান। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আছেন ২ জন।

২৭ তারিখ পর্যন্ত বিশ্বকাপের দলে পরিবর্তন করা যাবে। ফলে ততদিন দেখা হবে প্লেয়ারদের। এরমাঝে কেউ চোট পেলে সেটাও পরিবর্তন করা যাবে।

 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, সুরিয়াকুমার যাদব।

৯৭ ডেস্ক

Read Previous

লাহোরে আজ অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ

Read Next

এশিয়া কাপ শেষ শান্ত’র, ফিরছেন দেশে

Total
0
Share