

কাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩ এর সুপার ফোর পর্ব। আজ শ্রীলঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধে জিতলে গ্রুপ রানার-আপ হিসেবে প্রথম ম্যাচেই মাঠে নামার কথা বাংলাদেশের, লাহোরে সাকিবদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। আজকের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ দল।
পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর পাকিস্তানে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রোববার লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপের সুপার ফোর পর্ব। শুরুর দিনেই লাহোরে বাংলাদেশের খেলা প্রায় নিশ্চিত। প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। এমন বিগ ম্যাচের আগে আজ অনুশীলন করতে আসেনি বাংলাদেশ দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অবশ্য আজ বিকাল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচ ডে থাকায় মূল মাঠে অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশের। তাই অনুশীলন সেশন বাতিল করে হোটেলেই থাকার সিদ্ধান্ত টিম টাইগার্সের।
এর আগে গত রাতে বাংলাদেশ দল অংশ নেয় পিসিবির গালা ডিনারে। দুর্দান্ত সময় কাটিয়ে সাকিবের দল আছে ফুরফুরে মেজাজে। লাহোরের গভর্নর হাউসে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অধিনায়ক, পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ, পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান এবং বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা উপস্থিত হন। এ যেন এশিয়ান ক্রিকেটের এক মিলন মেলায় রূপ নেয়।