এবার বিসিবি নিশ্চিত করল লিটনের দলে ফেরা

লিটন
Vinkmag ad

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ফিরলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। গত রাতে বিমান ধরে এরমাঝেই পৌঁছে গেছেন পাকিস্তানের লাহোরে। যোগ দিয়েছেন দলের সাথে

ভাইরাল জ্বর থেকে সেরে ওঠার পর বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর পর্বে লিটন দাসকে স্বাগত জানায়। 

লিটন দাসের পাকিস্তান যাওয়া নিয়ে ন্যাশনাল সিলেকশন প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বিসিবির বিবৃতিতে বলেছেন,

‘এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট নিয়ে উদ্বেগ রয়েছে এবং টিম ম্যানেজমেন্ট সুপার ফোরে অতিরিক্ত একজন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করেছে। আমরা লিটনের স্বাস্থ্যের বিষয়ে বিসিবি মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছি এবং তাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ 

রোববার লাহোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।  অসুস্থতার কারণে লিটন দাস টুর্নামেন্টের গ্রুপ পর্ব মিস করেন। সম্পুর্ণ ফিট হয়ে মেডিকেল টিমের কাছ থেকে পান ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই তারকা উইকেটরক্ষক ব্যাটার এখন টুর্নামেন্টের সুপার ফোর পর্ব মাতাতে যোগ দিয়েছেন দলের সাথে।

বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন কেন উইলিয়ামসন

Read Next

লাহোরে আজ অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ

Total
0
Share