

বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, আজহার আলীদের।
এর আগে গতকাল ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে বিশ্ব একাদশের জন্যে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, আসছে সেপ্টেম্বরের ১২, ১৩ ও ১৫ তারিখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। ১১ সেপ্টেম্বর বিশ্ব একাদশের ১৪ সদস্যের দল পৌঁছাবে পাকিস্তান। এর আগে দু’দিনের প্রস্তুতি ক্যাম্প রয়েছে দুবাইতে। বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তান যাবেন তামিম ইকবাল।
পাকিস্তান দলঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আমিন, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, রুমান রাইস, উসমান শিনওয়ারি ও সোহেল খান।
বিশ্ব একাদশের ১৪ সদস্যের দলঃ
ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), তামিম ইকবাল, হাশিম আমলা, ডেভিড মিলার, মরনে মর্কেল, ইমরান তাহির, স্যামুয়েল বাদ্রি, ড্যারেন স্যামি, জর্জ বেইলি, টিম পেইন, গ্র্যান্ট এলিয়ট, থিসারা পেরেরা, পল কলিংউড এবং বেন কাটিং।