এশিয়া কাপের বাকি অংশ পাকিস্তানে স্থানান্তরের সুপারিশ পিসিবির

এশিয়া কাপ
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল’কে (এসিসি) পরামর্শ দিয়েছেন, আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে স্থানান্তর করার জন্য।

পাকিস্তান এশিয়া কাপের মূল আয়োজক হলেও, হাইব্রিড মডেলের এশিয়া কাপে শ্রীলঙ্কাও আয়োজকের দায়িত্ব পালন করছে। পাকিস্তানে ৪ টি ম্যাচ এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায়, এভাবেই নির্ধারিত হয়েছে এশিয়া কাপের সূচি। তবে শ্রীলঙ্কার বৃষ্টি, এশিয়া কাপের ম্যাচগুলোতে বেশ বিঘ্ন সৃষ্টি করছে।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়৷ সুপার ফোরের ৬ টি ম্যাচের মধ্যে ৫ টি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে, বাকি একটি ম্যাচ হবে পাকিস্তানে। জানা যায়, কলম্বোতে আগামী কয়েকদিন আছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে চিন্তা করা হচ্ছিল, কলম্বো থেকে সরিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কার অন্য ভেন্যুতে নেওয়া হবে। তবে এই মুহূর্তে পিসিবি থেকে নতুন খবর শোনা যাচ্ছে।

এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন জয় শাহ। তাঁকে টেলিফোন করেছিলেন পিসিবি ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। প্রস্তাব দিয়েছেন, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো পাকিস্তানে সরিয়ে আনার জন্য। পাশাপাশি ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে দুবাইতে। সেই সমাধানও দেখাতে চেয়েছেন।

জয় শাহ অবশ্য বলেছেন, প্রস্তাব মূল্যায়ন করবেন। এই ব্যাপারে সিদ্ধান্ত আগামী ২-১ দিনের মধ্যেই আসবে বলে আশা করা যাচ্ছে। যেখানে শুধুমাত্র শ্রীলঙ্কার ভেন্যু পরিবর্তন হওয়ার কথা ছিল, সেখানে একেবারে এশিয়া কাপের বাকি ম্যাচ পাকিস্তানে সরিয়ে নেওয়ার প্রস্তাবটি এই আলোচনায় নতুন মোড়ক যুক্ত করল।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে সবার শেষে

Read Next

ভারতের বিরুদ্ধে দাপট দেখাল নেপালের ব্যাটাররা

Total
0
Share