বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে সবার শেষে

পাপন বাংলাদেশ
Vinkmag ad

বিশ্বকাপ স্কোয়াড দেওয়ার শেষ দিন আগামীকাল (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) অন্তত তাই জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে, এ সংক্রান্ত বিষয়ে আজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন জানিয়েছেন, বিশ্বকাপের জন্য বাংলাদেশের মূল দল দেওয়া হবে ২৬ বা ২৭ সেপ্টেম্বর। যদিও আগামীকাল প্রাথমিক দল ঘোষণার শেষ সময় নির্ধারিত হয়ে আছে।

আইসিসির সিদ্ধান্ত মোতাবেক জানা যায়, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো তাঁদের প্রাথমিক স্কোয়াড জমা দিবে সেপ্টেম্বরের ৫ তারিখ। প্রতিটা দল সেপ্টেম্বরের ২৮ তারিখ পর্যন্ত সময় পাবে, সেই স্কোয়াড পরিবর্তন করার। উল্লেখ্য যে, অক্টোবরের ৫ তারিখ থেকে ক্রিকেটের এই মহা আসর শুরু হচ্ছে।

বাংলাদেশ দলের স্কোয়াড নিয়ে কী প্রস্তুতি, আগামীকালের স্কোয়াড কেমন হতে পারে- এসব নিয়ে প্রশ্ন করা হয় বিসিবি সভাপতির কাছে।

সভাপতি পাপন বলেন, “আমাদের এখনই যে দিতে হবে তা না। এখন যেটা যাবে, যেটা হচ্ছে লজিস্টিকের কারণে। বাট মেইন দিতে হবে, আমি যতদূর জানি ২৭ তারিখে। আমরা তখনই দিব।”

“এখনকারটা দিতে হবে দেখে দেওয়া। মেইন স্কোয়াডটা আমরা ওয়ার্ল্ড কাপের বলতে পারব ২৬ তারিখ অথবা ২৭ তারিখ, আমরা ডিক্লেয়ার করে দিব।”

এসময় তিনি তামিম ইকবালের ফিট হওয়া, লিটন দাসের অসুস্থতা থেকে ফেরা এই বিষয়গুলো উল্লেখ করেন। পাশাপাশি জানান, বাংলাদেশের খেলোয়াড়দের ইনজুরি-প্রবণতা বেশি থাকার কথাটিও। এই সমস্ত কারণ বিবেচনায় রেখে, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় শেষ ডেডলাইনের সুবিধা গ্রহণ করবে বাংলাদেশ, তা নিশ্চিত হওয়া যায় বিসিবি সভাপতির কথায়।

প্রাথমিক স্কোয়াড ঘোষণা হলে, সেটা শুধুমাত্র ‘লজিস্টিক’ কারণেই ঘোষণা হবে। এজন্য আগামীকালের স্কোয়াড ঘোষণা বিষয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি পাপনের কথায়। শেষ তারিখ, ২৮ সেপ্টেম্বরের আগে, ২৬ বা ২৭ সেপ্টেম্বরে বাংলাদেশ স্কোয়াড চূড়ান্ত হবে, এমনটাই মত সভাপতির।

ইতোমধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলই বর্তমানে আলাদা দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ক্যাচ নেওয়ার দক্ষতায় ভারতের উপরে বাংলাদেশ

Read Next

এশিয়া কাপের বাকি অংশ পাকিস্তানে স্থানান্তরের সুপারিশ পিসিবির

Total
0
Share