ক্যাচ নেওয়ার দক্ষতায় ভারতের উপরে বাংলাদেশ

ভারত ক্যাচ
Vinkmag ad

ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ফিল্ডিংয়ের মাধ্যমে একটা ম্যাচের অনেককিছু বদলে দেওয়া সম্ভব হয়। ফিল্ডিংয়ের একটা অংশ ক্যাচ। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস হয়ে গেলে, সেটার প্রভাব পুরো খেলায় পড়ে। আজ (৪ সেপ্টেম্বর) ভারত-নেপাল ম্যাচের শুরুতেই ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ছেড়েছে ৩ টি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ভারতীয় ফিল্ডারদের ক্যাচিং দক্ষতার হার বেশ কম। যা ১০ দলের মধ্যে ৯ নম্বরে।

ভারত-নেপাল ম্যাচ চলমান। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ফিল্ডিং নেওয়ার তেমন কোনো কারণ নেই। আগের ম্যাচে বোলারদের সেভাবে পরখ করা হয়নি, এই ম্যাচে সেই সুযোগ নিতে চান।

তবে শুধু বোলার তো নয়। ফিল্ডারদেরও পরখ করার সময় এটি। কিন্তু সেখানে কিছুটা ব্যর্থতা দেখা গেল কি না, সে নিয়ে একটা প্রশ্ন উত্থাপন করা যায়। অন্তত ম্যাচের শুরুর চিত্র আনলে, দেখা যায়, ভারতের ফিল্ডাররা প্রথম ৪.২ ওভারের মধ্যে ৩ টি ক্যাচ ছেড়েছে। তিন ফিল্ডার ছিলেন শ্রেয়াস আইয়ার, ভিরাট কোহলি ও উইকেটরক্ষক ইশান কিষান।

পরিসংখ্যান মতে জানা যায়, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারতের ক্যাচিং দক্ষতার হার ৭৫.১%, যা কিনা দশ দলের মধ্যে নয় নম্বরে অবস্থান করছে। ভারতের নিচে শুধুমাত্র আফগানিস্তান, ৭১.২ শতাংশ। বাংলাদেশ আছে ৭ নম্বরে, ৭৫.৮ শতাংশ ক্যাচিং দক্ষতা নিয়ে। সবার উপরে আছে ইংল্যান্ড ৮২.৮ শতাংশ দক্ষতা নিয়ে।

ইতোমধ্যে, নেপাল ৩ উইকেট হারিয়ে ৯৯ রান সম্পন্ন করেছে। শেষ হয়েছে ২১ ওভারের খেলা। সুপার ফোরে উঠতে হলে, দুই দলের সামনেই জয় ব্যতীত কিছু নেই। ম্যাচ জিতেই ভারত বা নেপালকে সুপার ফোর খেলতে হবে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, পয়েন্ট ভাগাভাগিতে ভারত সুপার ফোর নিশ্চিত করবে।

৯৭ ডেস্ক

Read Previous

রিয়াদ, মোসাদ্দেক নিউজিল্যান্ড সিরিজে খেলবে: পাপন

Read Next

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে সবার শেষে

Total
0
Share