রিয়াদ, মোসাদ্দেক নিউজিল্যান্ড সিরিজে খেলবে: পাপন

রিয়াদ মোসাদ্দেক
Vinkmag ad

মাহমুদউল্লাহ রিয়াদের মাঠে ফেরার ইস্যুতে সবুজ সংকেত দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের আগে মিরপুরে নিউজিল্যান্ড সিরিজে শুধু রিয়াদই না মোসাদ্দেক হোসেন সৈকতেরও ফেরার সম্ভাবনা দেখেন বোর্ড সভাপতি।

বিশ্বকাপের দল ঘোষণা কাল হচ্ছে না বাংলাদেশের। চোট, ইনজুরি ইস্যুতে একদম শেষ সময়ে অর্থাৎ সেপ্টেম্বরের ২৭ তারিখের দিকে দল জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে নিউজিল্যান্ড দল আসবে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। এরপরই মূলত বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করতে পারবে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। 

এশিয়া কাপের দলে জায়গা না হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন কি বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকবেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রিয়াদ-মোসাদ্দেকের নিউজিল্যান্ড সিরিজ খেলার সুযোগ দেখছেন,

‘ওদের সুযোগ থাকবে খেলার আমার কাছে মনে হয়। আমি জানি খেলবে। এশিয়া কাপের দল আমাদের বিশ্বকাপ দল হওয়ার কথা ছিল, যেহেতু আমরা ইনজুরির কারণে এই পরিস্থিতিতে পড়েছি তাই হচ্ছে না। তাই এশিয়া কাপের দল বিশ্বকাপের দল ধরে রাখলে ভুল হবে।’

 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছাবে কিউই দল। সিরিজ শুরু ২১ তারিখ। এর আগেই নিউজিল্যান্ড সিরিজের দল জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিনটি ওয়ানডে যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বেলা ২টা থেকে। সিরিজ শেষ করার পর, দুই দলই বিশ্বকাপের জন্য ভারতে উড়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

৯৭ প্রতিবেদক

Read Previous

লিটনের পাকিস্তান যাওয়া ইস্যুতে কিছুই জানেন না পাপন

Read Next

ক্যাচ নেওয়ার দক্ষতায় ভারতের উপরে বাংলাদেশ

Total
0
Share