লিটনের পাকিস্তান যাওয়া ইস্যুতে কিছুই জানেন না পাপন

নাজমুল হাসান পাপন নাদেল জালাল ইউনুস
Vinkmag ad

এশিয়া কাপে দলের সাথে যোগ দিতে আজ রাতেই পাকিস্তান যাওয়ার কথা রয়েছে লিটন দাসের। সুপার ফোর পর্বে খেলবেন শুরুর ম্যাচ থেকেই। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে লিটন দাস ঢাকা ত্যাগ করবেন লাহোরের উদ্দেশ্যে। কিন্তু এমন সংবাদের কিছুই জানেন না নাজমুল হাসান পাপন।

গত রাতে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু অসুস্থতার কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে যান লিটন দাস। এবার টাইগার শিবিরে মিলল সুসংবাদ। তারকা ওপেনার লিটন দাস আজ রাতেই ধরছেন পাকিস্তানের বিমান। মাতাবেন সুপার ফোরের সব ম্যাচ।

তবে এই খবর কিছুই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। লিটনের পাকিস্তান যাওয়ার কথা শুনে পাপনের বক্তব্য,

‘আমার জানা নেই আমি এই খবরই শুনিনি। ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, আমাকে তো বলেনি। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম। আমার বাসায় নির্বাচকরা আজ এসেছিল, তারাও তো এই ব্যাপারে বলল না।’

‘আমার সাথে অধিনায়ক কোচ, অধিনায়ক, জালাল ইউনুসের কথা হয়েছে। কেউ আমাকে তো বলেনি। তাই আমার মনে হয় না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারত-নেপাল ম্যাচ পরিত্যক্ত হলে কী ঘটবে?

Read Next

রিয়াদ, মোসাদ্দেক নিউজিল্যান্ড সিরিজে খেলবে: পাপন

Total
0
Share