

গত রাতে আফগানদের বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। শান্ত, মিরাজের জোড়া শতকে বাংলাদেশ পায় ৩৩৪ রানের সংগ্রহ, এরপর আফগানরা করতে পারে ২৪৫। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন মোট ৫৭৯ রান হয়েছে। যা বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান। এই এক ম্যাচেই পুরো দল ও মুশফিক-মিরাজ মিলে পেয়েছে মোট ২৬ হাজার মার্কিন ডলার পুরস্কার।
বাংলাদেশের একটি দুর্দান্ত জয় এবং এই জয়ের কারণে তারা সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করেছে। ৮৯ রানের এই জয়টা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে বাংলাদেশকে পরের রাউন্ডের জন্য। ম্যাচ শেষে একে একে সব পুরস্কার দখলে নেন মিরাজ ও মুশফিক। সাকিব আল হাসানকে তুলে দেওয়া হয় বাংলাদেশের জয়ের জন্য ১৫ হাজার ডলারের পুরস্কার ‘উইনার অব দ্য ম্যাচ’।
ব্যাট হাতে ওপেন করতে নেমে খেলেন ১১২ রানের অনবদ্য এক ইনিংস। এরপর বোলিংয়ে এসে তুলে নেন নাজিবউল্লাহ জাদরানের গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর খুশিতে ভাসছেন মেহেদী হাসান মিরাজ। একাই দখলে নেন মোট ৮ হাজার মার্কিন ডলারের দুই পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ছাড়াও মিরাজ জিতে নেন সবচেয়ে বেশি (৩) ছয় হাঁকানোর পুরস্কার। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মিরাজ পেলেন ৫ হাজার মার্কিন ডলার, সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে পান ৩ হাজার ডলার।
এছাড়া ক্যাচ অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। যার অর্থমূল্য ৩ হাজার মার্কিন ডলার। ম্যাচে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে যান সেট ব্যাটার ইব্রাহিম জাদরান। হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ তুলে দেন আফগান ওপেনার। ডানদিকে সুপারম্যানের মতো ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ লুফে নেন মুশফিক।