

আরও এক এশিয়া কাপ, আরও একবার ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে করলেন বাজিমাত, খরা কাটালেন দেশের ওপেনারদের। মিরাজের সৌজন্যে ১৭ মাসের মধ্যে প্রথম কোনো বাংলাদেশি ওপেনার ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজের কাছে প্রশ্ন, সুপার ফোরে পাকিস্তানের পেস সামলানোর জন্য প্রস্তুত? মিরাজের জবাব, ‘আমি কোনো বোলারকে নিয়ে চিন্তিত না।’
শাহীন শাহ, হারিস রউফদের নিয়ে মিরাজের নেই বিশেষ কোনো চিন্তা। সুপার ফোরে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তানকে। তাই পাকিস্তানি এক গণমাধ্যমকর্মীর প্রশ্ন, শাহীন শাহ-হারিস রউফদের সামলাবেন কিভাবে?
হাসিমুখে মিরাজের উত্তর,
‘আমি কোনো বোলারকে নিয়ে চিন্তিত না। আমি কেবল ভালো খেলতে চাই। পরের ম্যাচ আমার জন্য ভালো সুযোগ হতে যাচ্ছে। আমি ভালো করলে হয়ত টপ অর্ডারে সুযোগ পেতে পারি। ওপেনিংয়ে না খেললেও টিম ম্যানেজমেন্ট আমাকে টপ অর্ডারে সুযোগ দিতে পারে। এটা আমার জন্য ভালো হতে পারে।’
মিরাজ আরও জানালেন তিনি প্রস্তুত যেকোনো বোলারকেই মোকাবিলা করতে। টিম ম্যানেজমেন্ট এভাবে আস্থা রাখলেও সামনের দিনেও দেখা যেতে পারে ওপেনার মিরাজের ক্যারিশমা।
‘আসলে আমি যেকোনো বোলারের জন্যই প্রস্তুত আছি। এটা অনেকটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে সুযোগ দেয় তাহলে আমি হয়ত ওপরে খেলার সুযোগ পাব সামনে।’