

প্রচলিত আছে ঘরের মাঠের ঠিকঠাক সুবিধা নিতে জানেনা বাংলাদেশ দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অজিদের সামনে উইকেট রহস্যটা রহস্যই রেখে দিচ্ছে বাংলাদেশ। কোন উইকেটে খেলা হবে তা জানতে চাইলেও নাথান লায়নকে জানাননি বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অজি স্পিনার নাথান লায়ন বলেন, “আজ উইকেট দেখেছি, তবে ঠিক নিশ্চিত নই কী প্রত্যাশা করা যায়। গত রাতে বাংলাদেশ কোচ চান্দির সঙ্গে কথা বলছিলাম আমি, নিউ সাউথ ওয়েলসে কোচ ছিলেন তিনি। আমাকে তিনি এটা পর্যন্ত জানায়নি যে কোন উইকেট খেলা হবে।”

আজই প্রথম মূল মাঠে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। দুইটি উইকেট খোলা থাকলেও কোন উইকেটে খেলা হবে তা রহস্য হয়েই আছে অজিদের কাছে। তবে নাথান লায়ন মনে করেন যেই উইকেটেই খেলা হোক সেটা স্পিনবান্ধব উইকেট হবে। তিনি বলেন,
“এটুকু অন্তত আমরা জানি যে পেস বান্ধবের চেয়ে উইকেট স্পিন বান্ধব হবে বেশি। যত দ্রুত সম্ভব তাই মানিয়ে নিতে হবে। দেশে আমরা যেরকম উইকেটে খেলি, অবশ্যই তার চেয়ে আলাদা হবে। আমাদের তাই মানিয়ে নিতে হবে এবং খেলতে হবে। ব্যস।”
নিজস্ব কন্ডিশন কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটুকু সফল হয় বাংলাদেশ তা জানতে যেমন অপেক্ষা করতে হচ্ছে। তেমনি অপেক্ষা করতে হচ্ছে, উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া কতটুকু ভালো খেলতে পারে সেটা দেখতে।