

লাহোরে বাংলাদেশের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দল পেল ৮৯ রানের বড় জয়। এই জয়েই টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিতই করে ফেললো সাকিবরা। ‘বি’ গ্রুপে সবার আগে পেল পরের রাউন্ডের টিকিট।
এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরিফুল, তাসকিনদের আগুন বোলিংয়ের সামনে পড়ে ২৪৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। তাসকিন তুলে নেন ৪ উইকেট। ৪ ইকোনমিতে শরিফুলের দখলে ৩ উইকেট।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩৪ রান স্কোরবোর্ডে জমা করার পর পরের রাউন্ডে যাওয়ার জন্য সমীকরণ ছিল এমন, আফগানদের ইনিংস থামাতে হবে ২৭৯ রানের আগে। ৫৫ রানের ব্যবধানে জিতলে বাংলাদেশ আজই নিশ্চিত করবে পরের রাউন্ড। বাংলাদেশ আফগানদের সহজেই গুঁড়িয়ে এই ম্যাচ জিতেছে ৮৯ রানে। ফলে সুপার ফোরের টিকিট পেতে আর কোনো বাধা বা অন্য ম্যাচের দিকেও তেমন ভাবে তাকাতে হচ্ছে না।
‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবেই সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এবার বাকি দুই দলের অবস্থান কী? আফগানিস্তানের যোগ্যতা অর্জনের জন্য তাদের শ্রীলঙ্কাকে প্রায় ৭০ রানে হারাতে হবে। আর যদি টার্গেট টপকাতে নামে তখন প্রায় ৩৬ ওভারের মধ্যেই রান তাড়া করতে হবে।
আগামী ৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। তখন দুই ম্যাচেই পরাজিত হওয়া আফগানিস্তান এমনিতেই নিবে বিদায়।