

মেহেদী হাসান মিরাজ আজ লাহোরে ব্যাট হাতে নেমেছিলেন ওপেন করতে। এরপর দাপট দেখিয়ে মেতে উঠেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। মিরাজের সৌজন্যে ১৭ মাসের মধ্যে প্রথম কোনো বাংলাদেশি ওপেনার ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেল। এছাড়া পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ১০০০ (১০০৫) রান ও ৫০ (৮৮) উইকেটের মালিক হলেন।
ওয়ানডে ক্রিকেটে ৫২ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেছেন মেহেদী হাসান মিরাজ। একজন বিশেষায়িত বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং আজ ওপেন করতে নেমে দ্বিতীয় ওডিআই হান্ড্রেড তুলে নেন। মেহেদি হাসান মিরাজ ১৭ মাসের মধ্যে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করলেন। প্রথমটি করেছিলেন গত ডিসেম্বরে, ভারতের বিপক্ষে।
শান্তর সঙ্গে মিরাজের গড়া ১৯৪ রানের জুটি এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ। এছাড়া বাংলাদেশের হয়ে তৃতীয় উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। অবশ্য শেষ পর্যন্ত মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে রিটায়ার্ড হার্ট হয়ে। ১১৯ বলে ১১২ রানের ইনিংস সাজান ৭ চার আর ২ ছয়ে।
ওয়ানডেতে বাংলাদেশি ক্রিকেটারদের ১০০০ রান ও ৫০ উইকেট যাদের-
মোহাম্মদ রফিক- ১১৯০ রান, ১২৫ উইকেট
সাকিব আল হাসান- ৭২৪৮ রান, ৩০৭ উইকেট
মাশরাফি বিন মুর্তজা- ১৭৭৩ রান, ২৭০ উইকেট
মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৯৫০ রান, ৮২ উইকেট
মেহেদী হাসান মিরাজ – ১০০৫ রান, ৮৮ উইকেট।