

আগের ম্যাচে ৮৯, আজ সেঞ্চুরি। এশিয়া কাপেও ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে প্রিয়জনকে উৎসর্গ করলেন তিনি। সেঞ্চুরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে শান্ত প্রথমে ব্যাটে দিয়েছেন ফ্লাইং কিস। এরপর ব্যাট দিয়ে বাচ্চাদের কোলে নেয়ার মতো করে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দুই হাতে ব্যাট নাচান।
গত ২৫ আগস্ট ছিল নাজমুল হোসেন শান্তর জন্মদিন। ২৫তম জন্মদিনে অনন্য এক অনুভূতির স্বাদ পেলেন বাংলাদেশের ব্যাটার। এর দুই দিনের মাথায় দেশ ছেড়ে শান্তকে আসতে হয় এশিয়া কাপ মিশনে। শ্রীলঙ্কার বিপক্ষে দল প্রথম ম্যাচে হারলেও শান্ত ছিলেন অনবদ্য।
পাল্লেকেলেতে সেদিন নার্ভাস নাইনটিজে প্রবেশের আগেই ১২২ বলে ৭টি চারে ৮৯ রান করে বোল্ড হন শান্ত। এরপর সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন তার নেই সেঞ্চুরি মিসের আক্ষেপ।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেতে নাজমুল হোসেন শান্তর লেগেছিল ২১ ইনিংস। পাঁচ ইনিংস পরই বাঁহাতি ব্যাটার তুলে নিলেন তার দ্বিতীয় শতক। আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের তাদের দায়িত্বশীল জুটিতে খেলায় ফেরে বাংলাদেশ।
মিরাজের পর সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্তও। ৯ চার ও দুই ছয়ে ১০১ বলে শতকে পৌঁছান। উদযাপনেও শান্ত ছিলেন শান্ত, উৎসর্গ করলেন সদ্য জন্ম নেওয়া ছেলেকে। শেষপর্যন্ত শান্ত ফিরে যান ১০৪ রানের ইনিংস খেলে।