মিরাজ ও বাংলাদেশ ম্যানেজমেন্টকে প্রশংসায় ভাসালেন অশ্বিন

মিরাজ
Vinkmag ad

আরও এক এশিয়া কাপ, আরও একবার ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে করলেন বাজিমাত, ফিফটি হাঁকিয়ে ছুটছেন সেঞ্চুরির পথে। দুর্দান্ত মিরাজকে প্রশংসায় ভাসিয়ে এমন সিদ্ধান্তের জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

ওপেনিংয়ে মিরাজের ব্যাটে বড় ইনিংস অতীতে দেখা গেছে।  তবে এবারেরটা একটু ভিন্ন, যার গুরুত্বও বেশি। হারলেই এশিয়া কাপ থেকে বিদায়, এমন সমীকরণের ম্যাচে মিরাজ যে জ্বলে উঠলেন শুরু থেকে। মিরাজের আগমনেই যেন কেটে যায় বাংলাদেশের ওপেনিংয়ের দুর্বলতা। 

রবিচন্দ্রন অশ্বিন ভারতের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে মিরাজের করা অপরাজিত সেঞ্চুরির স্কোরকার্ড শেয়ার করে টুইটারে লিখেন,

ব্যাটার মেহেদি হাসানের উত্থান বাংলাদেশের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। এটা সত্যিই বাংলাদেশী লাইন আপকে আরও ভারসাম্য এনে দেয়, তারা সত্যিই ভালো শুরু করেছে। গত ১২ মাস ধরে তার ব্যাটিং দক্ষতাকে বাংলাদেশ ম্যানেজমেন্ট মূল্য দিয়েছে এবং এই খেলার পরে আরও বেশি করে।’

মিরাজ উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাইম শেখের সঙ্গে মিলে করেন ৬০ রান। এরপর নাজমুল হোসেন শান্তকেও সঙ্গ দেন দারুণভাবে। দুজনের জুটি ছাড়িয়ে গেছে শতরান। 

৯৭ ডেস্ক

Read Previous

একাদশে তিন পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Read Next

শান্তর শান্ত সেলিব্রেশন, উৎসর্গ করলেন ছেলেকে

Total
0
Share