‘বাংলাদেশ ভালো দল বলতে পারবেন না, আমরা সবার ব্যাপারে জানি’

হাশমতউল্লাহ
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি হবে বাঁচা-মরার লড়াই। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও সে কথা বললেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আগামীকাল (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচকে সামনে রেখে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি আজ কথা বলেছেন সংবাদ সম্মেলনে।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে দিশেহারা ছিল পুরো দল। একমাত্র অবস্থান ধরে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। আগামীকাল আফগানদের জন্য প্রথম ম্যাচ, এশিয়া কাপের শুরু। বাংলাদেশের জন্য দ্বিতীয় বা হতে পারে শেষ; তা সময় ও দলের সদস্যরা নির্ধারণ করবেন নিশ্চয়ই। আফগান অধিনায়কের কাছে প্রশ্ন গেল, বাংলাদেশের ‘কাকে’ নিয়ে পরিকল্পনা রয়েছে?

শহীদি বলেন,

“ক্রিকেটে আপনি ১১ জন নিয়ে খেলেন, একজনের বিপক্ষে না। প্রত্যেককে নিয়ে ভাবতে হবে। আমাদের পরিকল্পনা সব দলকে নিয়েই। সেই কৌশল নিয়েই এগোবো। আমরা মাত্র কিছু দিন আগে ওদের (বাংলাদেশ) সাথে সিরিজ খেলেছি। আমরা সবাই সবার ব্যাপারে জানি। তাই কোনো নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে ভাবছি না। আমরা বল বাই বল খেলে ম্যাচ জিততে চাই। সবার বিপক্ষেই ভালো খেলতে চাই।”

এশিয়া কাপের আগে বাংলাদেশ সিরিজ খেলেছে আফগানিস্তানের সাথে। ওডিআই সিরিজে পরাজিত হতে হয়েছে বাংলাদেশ দলকে। শহীদির কণ্ঠে তাই আত্মবিশ্বাস স্পষ্ট। বাংলাদেশ দলের ব্যাপারে খোঁজখবর ভালোভাবেই আছে, এমনটি বোঝা গেল তাঁর কথায়।

আফগানিস্তান কী কাল ফেভারিট? এই প্রশ্নের উত্তরে শহীদি বললেন,

“হ্যাঁ… দুই দলই ভালো। আপনি বলতে পারবেন না বাংলাদেশ ভালো দল। দুই দলই ফেভারিট। আমাদের দল ভালো করবে ইনশাআল্লাহ্‌। যে দল ভালো খেলবে, পজিটিভ ক্রিকেট খেলবে তারাই জিতবে।”

যারা পজিটিভ ক্রিকেট খেলবে তারাই জিতবে। এটাই আসলে মূল কথা। আফগানদের বিপক্ষে মানসিকভাবে দৃঢ় মনোবল রাখার একটা ব্যাপার থাকে বাংলাদেশের জন্য। বিশেষ করে তাঁদের স্পিনের বিপক্ষে। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আগামীকাল হতে যাচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশ ভরসা রাখছে নাইম-তামিমের ওপরই

Read Next

লাহোরের পরিচিত পিচে আফগানরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

Total
0
Share