

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় তুলল অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে এই অস্ট্রেলিয়ার চেহারা বেশ আক্রমণাত্মক। মাঠে সেটির ইতিবাচক ফলাফল পেয়েছে দলটি। ১৬৫ রানের লক্ষ্যমাত্রা পেরোতে ৩১ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নিয়েছে। সিরিজে ২-০ তে এগিয়ে গেল অজিরা।
অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সাউথ আফ্রিকা শুরুতে ব্যাট করে অবশ্য লক্ষ্যমাত্রা মন্দ দেয়নি। কিন্তু ১৬৫ রানের সেই লক্ষ্য অস্ট্রেলিয়ার কাছে বেশ মামুলি হয়ে যায়। ম্যাথিউ শর্টের ৬৬ রান, অধিনায়ক মার্শের ৭৯ রানের উপর ভর করে মাত্র ১৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী দল।
আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া তানভীর সাঙ্গা এই ম্যাচে ছিলেন বেঞ্চে। কারণ অসুস্থতা কাটিয়ে ফিরেছেন অ্যাডাম জাম্পা। তবে জাম্পা ৪ ওভারে কোনো উইকেট লাভ করতে পারেননি, দিয়েছেন ৪২ টি রান।
১৬৫ রানের লক্ষ্যমাত্রাকে একেবারে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া দল। উদ্বোধনী ব্যাটিংয়ে ট্রাভিস হেডের সাথে ক্রিজে এসেছিলেন ম্যাথিউ শর্ট। শর্টের খেলা দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল এটি। দুজনের আক্রমণাত্মক ব্যাটিং চেষ্টা চোখে পড়ছিল। ৪ টি চারে ১৭ বলে ১৮ রান করে হেড ফিরলেও, শর্ট ছিলেন।
মাঠে এলেন স্বয়ং অধিনায়ক, মিচেল মার্শ। এবার মার্শকে সাথে নিয়ে শর্টের আক্রমণ যেন আরো বেড়ে গেল। আগের ম্যাচে ৪৯ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন মার্শ। এদিন শর্টের সাথে জুটি গড়লেন ১০০ রানের। শর্ট যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে ৩০ বল খেলে ৬৬ রানের তকমা। দলীয় রান ১৩২। চলছিল ১২ তম ওভারের খেলা।
এরপরের সময়ে মার্শ একাই খেললেন। জশ ইংলিসের ব্যাট থেকে ৩ বলে ২ রানের অপরাজিত ইনিংস ছিল। আর অন্যদিকে মার্শ ৩৯ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন। এভাবেই ১৪.৫ ওভারে লক্ষ্যমাত্রা টপকে যায় সফরকারী দল।
সাউথ আফ্রিকার বোলারদের পক্ষে, লিজাদ উইলিয়ামস ও তাব্রেইজ শামসি নিয়েছেন ১ টি করে উইকেট।
প্রোটিয়াদের ইনিংসে টেম্বা বাভুমা ভালো শুরু করেন। প্রথম উইকেটের পতনও অবশ্য বাভুমার। দলীয় ৩৬ রানে। এরপর দলীয় ৪৬ রানে আরো ৩ উইকেটের পতনে কিছুটা পিছিয়ে যায় স্বাগতিক দল। তবে একপাশে ছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। পূর্ণ করতে পারেননি অর্ধশতক, কিন্তু ব্যাটে আসা ৪৯ (৩৮) রান ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ট্রিস্টান স্টাবস ছিলেন। ২০ বলে ২৭ রান করে ফিরেছেন। মার্করাম ছিলেন তখনো। অন্যপ্রান্তের অব্যাহত উইকেট পতনের পরও দলীয় ১৪৯ রান পর্যন্ত উইকেটে ছিলেন অধিনায়ক। শেষ পর্যন্ত ১৬৪ রান সংগ্রহ করে প্রোটিয়া দল।
অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে, ৩ টি করে উইকেট নিয়েছেন শন অ্যাবট ও নাথান এলিস। ২ উইকেট নিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ।