

ড্যানিয়েল ম্যাকগাহে প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ট্রান্সজেন্ডার ক্রিকেটার দেখা যাবে। কানাডা নারী ক্রিকেট দলের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে প্রতিনিধিত্ব করবেন এই ব্যাটার।
বয়সটা ২৯। জন্মেছেন অস্ট্রেলিয়াতে। পরবর্তীতে কানাডায় চলে যান ২০২০ সালে। সামাজিকভাবে পুরুষ থেকে নারী হয়ে ওঠার কাজটা তাঁর শুরু হয় ২০২০ সালেই। চিকিৎসার মাধ্যমে এই পরিবর্তন ঘটান পরের বছর, ২০২১ সালে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ম্যাকগাহের এই বিষয়টির নিশ্চয়তা দিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পর্যায়ে খেলার ব্যাপারে নিজেকে সম্মানিত মনে করেন ম্যাকগাহে। তিনি বলেন,
“আমার সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করতে পারা এমন এক ব্যাপার, যা আমি স্বপ্নেও ভাবিনি যে, করতে পারব।”
ম্যাকগাহে ওপেনিং ব্যাট করেন,পাশাপাশি অফ-স্পিনও করতে জানেন। অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠার কালে সেখানে ছেলেদের ক্রিকেট ক্লাবেও খেলেছেন তিনি। গত বছর সাউথ আমেরিকান উইমেন্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে। যেখানে তাঁর নতুন দেশ কানাডার হয়ে ৪ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ম্যাকগাহে। যদিও টুর্নামেন্টটির আন্তর্জাতিক যোগ্যতা ছিল না।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নারীদের আমেরিকান কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এই অঞ্চলের কোয়ালিফায়ারে অংশ নিবে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্র। যেখানে কানাডার হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে ম্যাকগাহেকে।
আইসিসি ২০২১ সালে খেলোয়াড়দের যোগ্যতা বিষয়ে আইন সংশোধন করেছে। যেখানে ধারা ৩-এর হিসেবে, ম্যাকগাহের আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট খেলায় কোন বাঁধা নেই। আইসিসির সকল নিয়ম ও শর্ত মেনেই এই ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করছেন।