আমরা জানি বাংলাদেশ জয়ের জন্য মরিয়া হবে: ট্রট

১০ রানে ৫ উইকেট নিয়ে ৫০০ রান করতে চায় আফগানিস্তান
Vinkmag ad

গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দল পৌঁছে গেছে পাকিস্তানে। আফগান কোচ জোনাথান ট্রট আজ (১ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমকর্মীদের সাথে। কথা বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। এছাড়াও কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে শেষ হওয়া সিরিজ নিয়েও আলাপ করেছেন এই ইংলিশ কোচ।

আগামী ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ হিসেবে দেখা দিয়েছে। জিততে তো হবেই, সাথে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকেও। আশাবাদী দল বাংলাদেশ এক কঠিন পরীক্ষার সামনেই এসে পড়েছে। জীবন-মরণ এই ম্যাচ নিয়ে ট্রটের কাছেও প্রশ্ন গেল।

ট্রট বলেন,

“হ্যাঁ, আমি খেলাটি দেখেছি। দুই দল থেকেই ভাল কিছু জিনিস দেখলাম। তো আমরা জানি, এটা কঠিন হতে যাচ্ছে। আমাদের দু’টি খেলাই কঠিন হবে। তবে প্রথমে বাংলাদেশের সাথে খেলাটির দিকে তাকাতে চাই। আমরা জানি, তাঁরা জেতার জন্য অবশ্যই মরিয়া হয়ে আছে।”

বাংলাদেশের এই মরিয়া অবস্থানে, তাঁদের যে দক্ষতা ও মানসিকতা থাকবে- একে টেক্কা দিয়ে আফগানদের দক্ষতা ও মানসিকতা আরো উন্নত রাখার ব্যাপারে ট্রট আশাবাদী। এই পরামর্শ দলকেও দিয়ে রাখলেন তিনি। কথা উঠল এশিয়া কাপের আগে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে আফগানদের সিরিজ নিয়ে। প্রশ্ন এল, পাকিস্তান সিরিজ আফগানদের এশিয়া কাপে সাহায্য করছে কী না?

ট্রট জানালেন, তিনি তা মনে করেন। আরো বললেন,

“সিরিজটি দেখিয়েছি আমাদের কোন পর্যায়ে যেতে হবে। ক্রিকেটে আমাদের আরো ধারাবাহিক হওয়ার প্রয়োজন আছে। আমাদের বেশ কিছু পর্যায় ছিল, যেমন আপনি বললেন। যেখানে আমরা কিছু ভাল ক্রিকেট খেলেছি। প্রথম ম্যাচে তাঁদেরকে আমরা ২০০ রানে অলআউট করেছি। এবং দ্বিতীয় ম্যাচেও আমরা খেলায় ছিলাম, যখন প্রথমে ব্যাট করে আমরা ৩০০ করলাম। আমার মনে হয়, সে খেলাও আমাদের জেতা উচিত ছিল।”

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলের এই লড়াই বাংলাদেশ দলের জন্য কিছুটা চাপের। আফগানদের জন্য এশিয়া কাপের শুরু। সবমিলিয়ে লাহোরে এখন প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দল, গুরুত্বপূর্ণ এই ম্যাচের মুখোমুখি হতে।

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে পাকিস্তান

Read Next

‘কোহলি আমার বড়, আর বড়দের সম্মান করতে হয়’

Total
0
Share