ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে পাকিস্তান

পাকিস্তান
Vinkmag ad

ভারতের বিপক্ষে কাল এশিয়া কাপে নামছে পাকিস্তান। নেপাল ম্যাচের মতো ভারত ম্যাচের জন্যও আগের দিন রাতে নিজেদের সেরা একাদশ জানিয়ে দিল ওয়ানডে র‍্যাংকিংয়ের নম্বর ওয়ান দল পাকিস্তান।

অপরিবর্তিত একাদশ নিয়েই ভারতের বিপক্ষে কাল লড়াইয়ে নামবে পাকিস্তান।এই হাই-ভোল্টেজ ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম অপেক্ষায় আছে দুই দলকে স্বাগত জানাতে।

সবচেয়ে আকর্ষণীয় আকাঙ্ক্ষিত ম্যাচ হিসেবে গণ্য হয় ভারতপাকিস্তান ক্রিকেট লড়াই। এশিয়া কাপে দুই দল একই গ্রুপে। এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই।

বড় জয়ে এশিয়া কাপ শুরু করে স্বাগতিক পাকিস্তান। মুলতানে উদ্বোধনী ম্যাচে তারা নেপালের বিপক্ষে জিতল ২৩৮ রানের বড় ব্যবধানে। আর ভারত খেলতে নামছে নিজেদের প্রথম ম্যাচ।

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশ:

ফখর জামান, ইমামউলহক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের ম্যাচ দেখে পাল্লেকেলের উইকেট চিনলেন রোহিত

Read Next

আমরা জানি বাংলাদেশ জয়ের জন্য মরিয়া হবে: ট্রট

Total
0
Share