

আগামীকাল (২ সেপ্টেম্বর) এশিয়া কাপের তৃতীয় ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের সবচেয়ে জমজমাট লড়াই দেখার আশা নিয়ে ক্রিকেট দর্শকদের অপেক্ষা। সেই ম্যাচকে সামনে রেখে আজ (১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কথা বলেছেন, ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। এছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে, ‘চ্যালেঞ্জিং’ শব্দটাও আনলেন।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের যে তুমুল তর্ক ও বিতর্ক, ভারতীয় অধিনায়ক সেভাবে দেখতে নারাজ। শুধুমাত্র একটি ম্যাচ হিসেবেই তিনি দেখতে আগ্রহী। এই প্রসঙ্গে আজ কথা বললেন রোহিত।
“মানুষের কথা বলার জন্য ‘প্রতিদ্বন্দ্বিতা’ ঠিক আছে। কিন্তু একটা দল হিসেবে আমরা যা দেখছি, আগামীকাল আমাদের একটি প্রতিপক্ষ আছে এবং আমরা কী করতে চাই। যেটা আমাদের সাহায্য করবে তা হচ্ছে, মাঠে ঠিক কাজগুলো করা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয়ক্ষেত্রে পাকিস্তান সত্যি ভালো খেলেছে।”
এছাড়াও গতকালের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রসঙ্গ উঠে আসে। একই স্টেডিয়ামে হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। গতকালের ম্যাচে উইকেট ‘চ্যালেঞ্জিং’ ছিল বলে রোহিত মনে করছেন।
“আমরা গতকাল কিছু সুইং দেখেছি, কিছু স্পিন দেখেছি, সবকিছুই দেখেছি। এবং সেটা সবসময়ই চ্যালেঞ্জিং ছিল।”
ভারতের বিপক্ষে পাকিস্তানের লড়াই এর আগে শেষ হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে রোহিত শর্মার দল ৪ উইকেটে জয়লাভ করে।