হারিয়ে ফেলা স্বপ্নের খোঁজে লাহোরের পথে বাংলাদেশ

বাংলাদেশ বিমান
Vinkmag ad

একটা বিষন্ন বিকেল। চার্টার্ড বিমানে মন খারাপকে সঙ্গী করে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল। গত রাতের হারে এশিয়া কাপের স্বপ্ন থেকে এখন অনেকটাই দূরে সাকিব আল হাসানের দল। তবুও আশা নিয়ে তাদের ছুটতে হচ্ছে অধরা স্বপ্ন ছুঁতে, আরও একবার শেষ চেষ্টা করতে। এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে নিজেদের সামনে একটাই অ্যাসাইনমেন্ট আফগানদের লাহোরে হারানো। এরপর অপেক্ষায় চেয়ে থাকতে হবে লঙ্কানদের ভালো পারফর্ম্যান্সের দিকে।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লাহোরে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। গতরাতে ১১ ওভার বাকি থাকতেই বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে যায় ৫ উইকেটে। চোখে মুখে বিষন্নতার ছোঁয়া নিয়ে ক্যান্ডির টিম হোটেল থেকে আজ সকালে পুরো দলের যাত্রা কলম্বোর বিমানবন্দরে। বিকালে চার্টার্ড বিমানে পরের ম্যাচের ভেন্যু পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ত্যাগ।  

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। পরেরদিন ডু-অর-ডাই ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। যে আফগানিস্তান গত জুলাইয়ে বাংলাদেশে এসে জিতে যায় ওয়ানডে সিরিজ। তাই সহজেই অনুমান করা যাচ্ছে, মোটেও আফগান বধের লড়াইটা সহজ হবে না সাকিবদের।

এশিয়া কাপে নিজেদের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের তো বিকল্প নেই’ই, সঙ্গে মাথায় রাখতে হবে রান রেটের হিসেবও। কারণ শ্রীলঙ্কার কাছে গতরাতের বড় হারে বাংলাদেশ পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে অনেকটাই। এরপর ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে রাখতে হবে পাখির জয়, প্রাথনায় বসতে হবে লঙ্কানদের জয় চেয়ে। এই সমীকরণ গুলো একের পর এক মিলে গেলেই বাংলাদেশ দল খুঁজে পাবে ২০২৩ এশিয়া কাপের সুপার ফোরের পথ।

অনাকাঙ্খিতভাবে যদি আফগানদের কাছেও পরাজয় বরণ করতে হয় টাইগারদের; তাহলে লাহোরেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চললেও বাংলাদেশকে দেশ ফিরতে হবে ৪ তারিখেই। 

৯৭ প্রতিবেদক

Read Previous

পুরোনো পার্থক্য কমিয়ে এনেছে পাকিস্তান, তবুও ভারতের সম্ভাবনা বেশি দেখেন শাস্ত্রী

Read Next

চার বছর আগে পাওয়া কোহলির পরামর্শেই বদলে যান বাবর

Total
0
Share