

ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেটাও ক্রিকেট। তবে পথশিশুদের ক্রিকেট। পথশিশুদের নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন এবার দিয়ে দ্বিতীয়বারের মতো। এর আগে ২০১৯ সালে একবার এই আয়োজন হয়েছিল ইংল্যান্ডে। এবারের আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকেও একটি দল যাবে।
ভারতের সেভ দ্য চিলড্রেন ও স্ট্রিট চাইল্ড ইউনাইটেড এই দুই সংস্থা মিলে পথশিশুদের নিয়ে এই ক্রিকেট আয়োজন করে থাকে। ১০ দিনের এই আয়োজন শুরু হবে সেপ্টেম্বর থেকে। অংশ নিবে ১৬ টি দেশ থেকে ২২ টি দল। পুরো আয়োজন অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইতে।
বাংলাদেশের স্থানীয় দাতব্য সংস্থা LEEDO (Local Education and Economic Development Organization) থেকে পথশিশুদের এই দল যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পথশিশুদের দলটিকে শুভকামনা জানায়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, সৌম্য সরকার, ফারিহা তৃষ্ণা ও জাহানারা আলমেরা উপস্থিত ছিলেননা।
উপস্থিত ছিল লিডো- থেকে পথশিশুদের ক্রিকেট দল। নিয়ম অনুযায়ী ছেলে-মেয়ে সমান সংখ্যাক খেলোয়াড় দিয়ে দল করতে হয়। বাংলাদেশের দলটিও সেভাবেই তৈরি করা হয়েছে।
হাইকমিশনার সারাহ বলেন, “১২ বছরের জন্য সকল শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যুক্তরাজ্যের লক্ষ্য। এর মাধ্যমে দারিদ্র্য মোকাবিলা, লিঙ্গ সমতা বৃদ্ধি, অর্থনৈতিক সক্ষমতা ও সংঘাত কমানো মূল লক্ষ্য হয়ে থাকবে।”