

এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই ফলাফলে দলটির ব্যাটিং ব্যর্থতার দিকেই নজর যাবে। প্রথমে ব্যাট করা বাংলাদেশ দল মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। দলের খাতায় আরো কিছু রান যোগ করার মত ওভার থাকার পরেও উইকেট ছিল না। ম্যাচ শেষে আনুষ্ঠানিক পর্বে সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে সেই দায় নিলেন। জানালেন, ২২০-২৩০ রান হলে সুযোগটা আরেকটু ভাল থাকতে পারত।
বাংলাদেশের এই আফসোস যেন খুব অনুমিত। প্রায় অনেক সময়ের মতোই কিছু রানের স্বল্পতা দেখা দিল আজকেও। সাধারণ সিরিজে নয়, বৈশ্বিক টুর্নামেন্ট এশিয়া কাপের প্রথম ম্যাচেই। এই শূন্যতা পূরণ হবে কবে, সেই অপেক্ষায় সমর্থকেরা আজও দিন গুনছেন। ব্যাটারদের দায় ছিল, পাশাপাশি নতুনদের কথাও তুললেন সাকিব; যেখানে স্নায়ু ধরে রাখার প্রসঙ্গ তুললেন।
“এটা ৩০০ রানের উইকেট ছিল না। ২২০-২৩০ আমাদের আরো সুযোগ দিত। দল হিসেবে ভাল ব্যাট করিনি। আবারও দলবদ্ধ হতে হবে, কয়েকদিনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খেলা আছে। যখন তাঁদের ৩০ এর ঘরে ৩ উইকেট পড়ে গেল, তখন আরো দুই-একটা উইকেট প্রয়োজন ছিল। আমরা উইকেট নিয়েছি, কিন্তু বোর্ডে যথেষ্ট রান ছিল না। আমরা যখন খেলা শুরু করে তখন বেশ স্নায়ুচাপ ছিল। অনেক ছেলেরাই প্রথমবারের মত এশিয়া কাপে খেলছে। তাঁরা ভাল ক্রিকেট খেলেছে বলেই ড্রেসিংরুমে আছে।”
– ম্যাচ শেষে সাকিব
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লাহোরে। আগামী ৩ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে বাংলাদেশ দলের জয় ছাড়া অন্য কোন ভাবনার সুযোগ নেই। সাকিব তাই আবারও দলবদ্ধ হইতে চাইলেন। নতুন ছেলেরাও স্নায়ুচাপ কাটিয়ে দলের জন্য ভূমিকা রাখবে, সেই আশাও নিশ্চয়ই বাংলাদেশের জনগণ করবে।