তামিমের অভিষেক ম্যাচে টস জিতলেন সাকিব

সাকিব শানাকা
Vinkmag ad

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশশ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করবে সাকিব আল হাসানের দল । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিমের জাতীয় দলে অভিষেক।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তানজিদ হাসান তামিমের স্বপ্নের অভিষেক।

তিন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। 

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ বিকাল :৩০ মিনিটে শুরু। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা সাকিবদের প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ– শ্রীলঙ্কার ২২ গজের লড়াই অন্য মাত্রা পেয়েছে।

অভিষেক দিয়েই ওপেন করাবে বাংলাদেশ, তানজিদ হাসান তামিমের সঙ্গী মোহাম্মদ নাইম শেখকে। তিন নম্বরে অধিনায়ক সাকিবের ফেরার সম্ভাবনা কম, তাহলে এই পজিশন নাজমুল হোসেন শান্ত‘র দখলেই থাকবে। এরপর নামবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এই দুজনেই বাংলাদেশের মূল ভরসা। তাদের থেকে অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন ব্যাটার এই স্কোয়াডে নেই।

উদীয়মান ব্যাটার তাওহীদ হৃদয়কে অবশ্য ব্যাট হাতে দেখা যাবে মুশফিকের আগেই। আলোচিত সাত নম্বর পজিশনে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

তিন পেসারের সাথে তিন স্পিনার নিয়ে লড়াইয়ে বাংলাদেশ। স্পিন বিভাগে মিরাজ, শেখ মেহেদী ও সাকিব আল হাসান। পেস আক্রমণের নেতৃত্বে তাসকিন আহমেদ। তার সঙ্গী শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিমমোহাম্মদ নাইম শেখনাজমুল হোসেন শান্তসাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়মুশফিকুর রহিম (উইকেটপিকার)মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম  মুস্তাফিজুর রহমান

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটপিকার), চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা (অধিনায়ক), মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

৯৭ প্রতিবেদক

Read Previous

৪ ছক্কায় রাতারাতি অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে টিম ডেভিড

Read Next

এশিয়া কাপে অভিষেক, যে রেকর্ড সুখকর নয়

Total
0
Share