

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সফরের উদ্বোধনী জয়ে চারটি ছক্কা মারার পর রাতারাতি টিম ডেভিড ওয়ানডে দলে। প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটে ডাক পেলেন এই বিধ্বংসী ব্যাটার।
প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারকা টি-টোয়েন্টি ফিনিশার টিম ডেভিড বিশ্বকাপের আগে ডাক পেলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২৮ বলে ৬৪ রান করার পর, আসন্ন ওয়ানডে সিরিজেও ডেভিডকে দলে টেনে নিল অস্ট্রেলিয়ার নির্বাচকরা। ডেভিড অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের জন্য অপরিহার্য হয়ে উঠছে এবং এখন তার পাওয়ার গেম দেখা যাবে ৫০ ওভারের ফরম্যাটেও।
২৭ বছর বয়সী এই ব্যাটার শেষ দুই বছরে একটিও লিস্ট এ ম্যাচ খেলেননি। অস্ট্রেলিয়ার ঘরোয়া সার্কিটে সারে (১০) এবং সিঙ্গাপুরের (৫) হয়ে ৫০-ওভারের ম্যাচ খেলেছেন। ২০২১ সালের নভেম্বরে তাসমানিয়ার হয়ে মার্শ কাপে খেলা ম্যাচটি তার সবশেষ ওয়ানডে ম্যাচ।
ডেভিড যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রভাব ফেলতে পারে, তবে এটি তাকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে পারে। হতে পারেন অজিদের মিডল-অর্ডার বিকল্প, যদিও প্রাথমিক ১৮ সদস্যের অস্থায়ী স্কোয়াডে তিনি নেই।
চলমান টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মারনাস লাবুশেইন, তানভীর সাঙ্ঘা, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।