

চীনে ১৯ তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের উইমেন্স স্কোয়াড ঘোষণা। মূল স্কোয়াডে জায়গা না পেয়ে স্ট্যান্ডবাই তালিকায় অভিজ্ঞ সালমা খাতুন। তবে এবারও নেই জাহানারা আলম, রুমানা আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চীনের হ্যাংজুতে ১৯তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলে প্রায় সব পরিচিত মুখ থাকলেও নেই জাহানারা আলম। সবশেষ ভারতের বিরুদ্ধে হোম সিরিজেও দলে জায়গা পাননি তারকা পেসার জাহানারা। জাহানারার দলে না থাকার ব্যাপারে কোন ব্যাখ্যা অবশ্য দেয়নি বিসিবি।
জায়গা হয়নি অলরাউন্ডার রুমানা আহমেদেরও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দলে তিনিও ছিলেন না। ১৫ সদস্যের স্কোয়াড ছাড়াও অতিরিক্ত তিনজন ক্রিকেটার স্ট্যান্ডবাই তালিকায়।
টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে মেয়েদের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও অংশগ্রহণ করবে। যার জন্য দল ঘোষণা করা হবে খুব দ্রুত। চীনে বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। মেয়েদের খেলা শুরু আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে।
বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জোত্যি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতান, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই- সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আশরাফী ইয়াসমিন অর্থী।