

কাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ক্যান্ডিতে সাকিব আল হাসানের দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সব কিছুর প্রস্তুতি নিয়েই বাংলাদেশ নামছে মাঠের লড়াইয়ে। বিশেষায়িত ৫ বোলার দিয়েই ১০ ওভারের কোটা পূরণের পক্ষে সাকিব। দরকার হলে ৬ষ্ঠ বোলারের অপশনও ভেবে রেখেছে, বিবেচনায় অফ-স্পিন করে উইকেট পাওয়া শান্ত।
২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নাজমুল হোসেন শান্ত বল হাতে নিয়েছেন কেবল ৪ ইনিংসে। আয়ারল্যান্ড সফরে শান্ত বল হাতে নিয়েই ৪৫ রানে থাকা হ্যারি টেক্টরকে ফিরিয়ে দলকে এনে দেন ব্রেকথ্রু। কিন্তু এই সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। তবুও নতুন ওয়ানডে অধিনায়ক জানেন শান্ত’র বোলিং দক্ষতা।
শান্তকে শ্রীলঙ্কা ম্যাচে বোলার হিসেবে দেখার সম্ভাবনা কতটুকু? প্রয়োজনে শান্ত’র হাতে বল তুলে দেওয়ার অপশন লুফে নেবেন অধিনায়ক সাকিব,
‘এর আগেও তো ওয়ানডে বোলিং করেছে সে। অপশন আসলে করানো হবে। আমার কাছে মনে হয়, আমাদের কাছে পর্যাপ্ত বোলার আছে। যারা বোলার হিসেবে খেলবে তারা নিজেদের ১০ ওভার করার জন্য সক্ষম থাকবে।’
তিন নম্বর পজিশনে সফল সাকিব এবারের এশিয়া কাপ দিয়েই কি আবার তিনে ফিরবেন? সাকিব প্রকাশ করলেন না নিজের প্ল্যান। তবে দলের ব্যাক-আপ খেলোয়াড়দের সুযোগ দিতে চান। নতুন মুখ, তামিম-শামিমদেরও ভালো সুযোগ দেখছেন সাকিব,
‘এখন আসলে প্ল্যান থাকলেও আপনাকে বলতে পারব না। অবশ্যই আমাদের প্ল্যান আছে। ব্যাকআপ প্লেয়ার যারা আছে তাদের ট্রাই করার সুযোগ। নতুনদের জন্য সুযোগ এখানে ভালো করার।’
পাল্লেকেলেতে হাই স্কোরিং ম্যাচ নিয়ে সাকিবের মন্তব্য, ‘পিচ আসলে খেলার পরে বলা যাবে কত রান ডিফেন্ড করার মত বা চেইজ করা যায়।’