অপারেশন থিয়েটারে এবাদত, বিশ্বকাপেও অনিশ্চিত

এবাদত স্যালুট
Vinkmag ad

খবরটা মন খারাপের। এবাদত হোসেন চৌধুরীর বিশ্বকাপ খেলার স্বপ্ন শঙ্কাতে পরিণত হলো। পরিচিত ‘স্যালুট’ দেখে সমর্থকেরা বেশ অভ্যস্ত ছিল। ইনজুরি আর অস্ত্রোপচার সেই স্যালুট থেকে কতদিনের বিরতি দিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতের মাটিতে এবাদতকে দেখা যাচ্ছেনা, তা অনেকটা নিশ্চিত।

২০২২ সালের আগস্ট, এবাদতের ওডিআই অভিষেক। তখন থেকে শুরু করে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট এই বোলারের। খেলেছেন ১২ টি ম্যাচ, শিকার করেছেন ২২ টি উইকেট।

এশিয়া কাপের দলে ছিলেন। সেই দল থেকে হঠাৎ করেই ছিটকে গেলেন। জানা গেল, হাঁটুর চোটে পড়েছেন। দলে তাঁর বদলে সুযোগ পেলেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। তবে সবার আশা ছিল এবাদত ফিরবেন শীঘ্রই।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সেখান থেকে জানা যায়, অস্ত্রোপচার দরকার হবে এই ক্রিকেটারের। অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গেলে দীর্ঘ সময় থাকতে হবে মাঠের বাইরে। দরকার হবে বিশ্রাম। আর সে থেকেই বোঝা যাচ্ছে, বিশ্বকাপে এই বোলারকে পাচ্ছেনা বাংলাদেশ।

এবাদত বাংলাদেশের ওডিআই দলে কার্যকরী হয়ে উঠছিলেন দিন দিন। আগ্রাসী মনোভাব ছিল। ছিল প্রয়োজনের সময় উইকেট নেওয়ার ক্ষমতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বপ্নের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে তাঁর। বাংলাদেশ দলের জন্য অবশ্যই বড় ক্ষতি।

৯৭ ডেস্ক

Read Previous

ছিটকে গেলেন লিটন, স্কোয়াডে বিজয়

Read Next

শ্রীলঙ্কাকে সমীহ করছে বাংলাদেশ অধিনায়ক

Total
0
Share