

অসুস্থতার জেরে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে হল লিটন কুমার দাসের। এই উদ্বোধনী ব্যাটারের ছিটকে যাবার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
গতকালই জানা গিয়েছিল অসুস্থতার কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস। তবে সুস্থ হলে পাকিস্তান পর্বে খেলবেন এমন আশা ছিল টিম ম্যানেজমেন্টের।
তবে শেষমেশ ঠিক সময়ে সুস্থ না হওয়ায় লিটন দাস গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন।
লিটন কুমার দাসের জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। ৩০ বছর বয়সী এনামুল হক বিজয় এখন অব্দি ৪৪ ওয়ানডে খেলে রান করেছেন ১২৫৪, আছে ৩ শতক। সর্বশেষ গেল বছরে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি।
আজই শ্রীলঙ্কার সঙ্গে দলে যোগ দিবেন বিজয়।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিজয়ের অন্তর্ভূক্তি নিয়ে বলেন, ‘সে (বিজয়) ঘরোয়া লিগে রান করছে। আমরা তাঁকে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে পর্যবেক্ষণ করেছি। সে আমাদের বিবেচনায় সবসময়ই ছিল।’
‘লিটনের অনুপস্থিতিতে আমরা এমন এক টপ অর্ডার ব্যাটার চেয়েছিলাম যে উইকেটকিপিংও করতে পারে। এনামুল এজন্যই সুযোগ পেয়েছে।’
বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।