

ছেলেরা নিজেদের সেরাটা দিবে, রঙ্গনা হেরাথের এমনই বিশ্বাস। বিশ্বাস তো বাংলাদেশের সকলের। পাল্লেকেলেতে বৃষ্টি, শিশির; সব এড়িয়ে পরিস্থিতি নিজেদের করে নেবে দল। হেরাথের কণ্ঠে তাই ভাসে, পরিস্থিতি যেমনই হোক মানসিক ও শারীরিকভাবে আমরা প্রস্তুত আছি। আজ (২৯ আগস্ট) এই স্পিন বোলিং কোচ কথা বলেছেন সংবাদ সম্মেলনে। কন্ডিশন ও দলের সার্বিক অবস্থা উঠে এসেছে তাঁর কথায়।
বাংলাদেশ দলের এবার বড় আশা। নতুন অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান। তাঁর নেতৃত্বে এশিয়া কাপের অধরা শিরোপা ঘরে আনার একটা বন্দোবস্ত করা যায় কিনা, সেই জল্পনাকল্পনাই হচ্ছে। এর শুরুটা হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই, আগামী ৩১ আগস্ট। প্রথম ম্যাচে অবশ্য লিটন দাসকে পাওয়া যাচ্ছেনা, শারীরিক অসুস্থতার কারণে। তবে এই বাংলাদেশ সবকিছুর জন্যই প্রস্তুত। কোচ হেরাথ তো তাই বললেন।
ইনজুরি নিয়ে যখন প্রশ্ন আসে, এই শ্রীলঙ্কান উত্তর দিলেন,
‘আসলে আমি আগেও বলেছি, এগুলো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। ক্রিকেটাররা চোটে পড়তেই পারে। দল হিসেবে আসলে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে, আমাদের মূল লক্ষ্য এটিই।’
দলে তরুণ ক্রিকেটারের ভিড়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম; এই দুজন আছেন, যারা সবচেয়ে অভিজ্ঞ। বাকিরা কম বা বেশি, কেউ কেউ একেবারেই কম। কারো এখনো হয়নি আন্তর্জাতিক অভিষেক। সেই তালিকায় আছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।
তরুণদের নিয়ে বলতে গিয়ে হেরাথ বলেন,
‘বিশেষ করে তানজিদের কথা বলতে চাই। ইমার্জিং দলে সে বেশ ভালো ক্রিকেট খেলেছে। আমি নিশ্চিত যে কয়েকজনের অভিষেক হতে যাচ্ছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। আশা করি সেটা তারা দুই হাতে লুফে নেবে।’
এক ফাঁকে শেখ মেহেদীর প্রসঙ্গে বলেন,
‘তাঁকে ফিরতে দেখে ভালো লাগছে। ইমার্জিং কাপে সেও ভালো খেলেছে। তার বেশ ভালো রকমের অভিজ্ঞতা এবং জ্ঞান আছে। ভালো ছন্দে আছে এবং ভালো করে যাচ্ছে।’
ম্যাচের জন্য পুরো প্রস্তুত আছে দল। এখনো অবশ্য পিচ দেখেননি হেরাথ, সে কথাও জানালেন। শ্রীলঙ্কায় ব্যাটিং উইকেট হয়, রান আসে প্রচুর। এমতাবস্থায় স্পিনারদের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে কিনা, সে প্রশ্নে হেরাথ টানেন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রসঙ্গ।
‘এলপিএলে দেখেছি স্পিনাররা বেশ ভালো করেছে। পিচ কিছুটা সাহায্য করলে আমাদের স্পিনাররা পরিস্থিতি অনুযায়ী বোলিং করবে বলে আশা করছি।’