

বাংলাদেশ এখন পাল্লেকেলেতে। এখানেই আগামী ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দলে ইনজুরির শঙ্কা দেখা দিয়েছিল এবাদত হোসেনের মাধ্যমে। এখন লিটন দাসকেও পাওয়া যাচ্ছে না প্রথম ম্যাচে। সেটা অবশ্য লিটনের জ্বরের কারণে। আজ (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। সেখানে উঠে এসেছে পাল্লেকেলের আবহাওয়া ও কন্ডিশন।
রঙ্গনা হেরাথ নিজে একজন শ্রীলঙ্কান। তাঁর কাছে শ্রীলঙ্কার কন্ডিশন, আবহাওয়া ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হয়। পাল্লেকেলেতে শিশিরের ব্যাপারটিও রয়েছে। হেরাথ জানালেন, শিশির এখানে সবসময়ই থাকে।
‘এটা সবসময়ই থাকে। আমরা এজন্যই তিন সপ্তাহ ধরে ক্যাম্প করেছি। পরিস্থিতি যাই হোক না কেন, শিশির থাকুক বা না নাই থাকুক আমরা সবকিছুর জন্যই নিজেদের প্রস্তুত রাখছি।’
স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে কিনা, সে প্রশ্নের উত্তরও দিয়ে রাখলেন এই সাবেক লঙ্কান স্পিনার। শিশিরের বাঁধা তো আছে, আছে বৃষ্টির বাঁধাও। আজ অনুশীলনের ফাঁকেও বৃষ্টি হয়ে গেছে পাল্লেকেলেতে। সমস্ত বাঁধা কাটিয়ে হেরাথ অবশ্য ইতিবাচক থাকতে চাইলেন।
‘আসলে স্পিনাররা হয়তো সাহায্য পেতেও পারে। যদি না পাওয়া যায়, আমি মনে করি বোলাররা প্রস্তুত আছে। কীভাবে আক্রমণভাবে ফিল্ডিং সাজিয়ে বোলিং করতে হবে তা তাদের জানা আছে। উইকেট যদি সাহায্য না করে তাহলেও আমাদের ছেলেরা ম্যাচের জন্য প্রস্তত আছে।’
লিটন দাসের ব্যাপারেও জানতে চাওয়া হয় এই কোচের কাছে। সেসময় তিনি জানান, লিটন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এবং এই ব্যাটসম্যানের ব্যাপারে শীঘ্রই ভালো সংবাদ পাওয়া যাবে বলে, তিনি ও পুরো দল আশা করছে।