নেপাল ম্যাচের জন্য পাকিস্তানের একাদশ একদিন আগেই

অস্ট্রেলিয়া, ভারতের পর '৫০০' স্পর্শ, পাকিস্তান যেখানে ভারতের চেয়ে এগিয়ে
Vinkmag ad

আগামীকাল (৩০ আগস্ট) বুধবার পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা উঠছে। আজ (২৯ আগস্ট) উদ্বোধনী ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়াম অপেক্ষায় আছে দুই দলকে স্বাগত জানাতে।

প্রথম ম্যাচের জন্য পূর্ণ শক্তির একাদশ দিয়েছে পাকিস্তান দল। দলে বাবর আজম অনুমিতভাবেই অধিনায়ক হিসেবে রয়েছেন। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শাদাব খান। আফগানিস্তানের বিপক্ষে শাদাবের পারফর্ম্যান্স ছিল দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান-এ দলের হয়ে নেপালের বিপক্ষে ৪ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম। তবে ওয়াসিমকে একাদশে রাখা হয়নি।

সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যামিও ইনিংসের তাজা স্মৃতি রয়েছে তাঁর। এছাড়া তিন পেসার রয়েছে দলে। টপ-অর্ডার, মিডল-অর্ডারে তেমন পরিবর্তন রাখেনি পাকিস্তান।

নেপালের বিপক্ষে পাকিস্তানের একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

৯৭ ডেস্ক

Read Previous

তামিমের সাথে আরও অভিষেক শ্রীলঙ্কা ম্যাচে

Read Next

মুলতানে ঐতিহাসিক ম্যাচে কী করবে নেপাল?

Total
0
Share