

এশিয়া কাপের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। তারকা ওপেনার লিটন দাসের জ্বর এখনও কমেনি। আবারও করা হয়েছে তার রক্ত পরীক্ষা। এরমাঝেই টিম ম্যানেজমেন্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, লিটন মিস করবেন শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তবে পাকিস্তানেও যদি না যেতে পারেন, তখন বিকল্প ভাবতে হবে।
এশিয়া কাপে তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে লিটন দাসই ছিলেন অন্যতম ভরসা। এবার শুরুর ম্যাচে তাকেও পাচ্ছেও না দল।গত ৪ দিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। এখনও কমেনি জ্বরের তীব্রতা। ফের তার রক্ত পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে ল্যাবে।
টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্রুত সুস্থ হলেই পাকিস্তানের বিমান ধরবেন লিটন। তবে তেমনটি না হলে বিকল্প ভাবতে হবে।
এশিয়া কাপ ২০২৩ এ অংশ নিতে গত ২৭ আগস্ট শ্রীলঙ্কাগামী বিমানে উঠে বাংলাদেশ দলে। তবে দলের গুরুত্বপূর্ণ সদস্য লিটন দাসকে ছাড়াই প্রথম ম্যাচের ভেন্যুতে যেতে হয় সাকিবদের।
এর আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন পেসার এবাদত হোসেন। তাঁর বিকল্প হিসাবে এশিয়া কাপের স্কোয়াডেজায়গা পান অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিব।
৩০ আগস্ট মুলতানে পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। বাংলাদেশের মিশন শুরু হবে ৩১ আগস্টশ্রীলঙ্কার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৩ সেপ্টেম্বরে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে খেলবেলাহোরে গিয়ে।