

আগামীকাল (৩০ আগস্ট) থেকে অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নতুন অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বে দলে নতুন মুখও কম নয়। প্রথম ম্যাচেই আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ৩ অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।
সাউথ আফ্রিকার ডারবান প্রস্তুত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুত দুই দল। প্রস্তুত তিন অস্ট্রেলিয়ান। স্পেনসার জনসন, অ্যারন হার্ডি, ম্যাট শর্ট। আগামীকালের জন্য দেওয়া একাদশ থেকে জানা যায়, এই ৩ ক্রিকেটারের অভিষেক ঘটছে একসাথে। নতুন অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বে।
শেষবার যখন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি খেলেছে দলে ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড ছিলেন। এই তিনজনই বিশ্রামে আছেন, সামনের ওডিআই সিরিজের জন্য। পাশাপাশি স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও সর্বশেষ গ্লেন ম্যাক্সওয়েল পড়েছেন ইনজুরির কবলে।
অ্যারন ফিঞ্চের অবসর নেওয়ার ফলে শর্ট উদবোধনী ব্যাটার হিসেবে ট্রাভিস হেডের সাথে যোগ দিবেন। শেষ বিগ ব্যাশ লিগে শর্ট ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব পেয়েছিলেন। অবশ্য স্মিথ এই সিরিজে ওপেন করবেন, এমনই পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের। কিন্তু ইনজুরির কারণে দলে থাকা হয়নি শেষ পর্যন্ত।
জনসনের নতুন বলে দক্ষতা বেশ ভালো। মার্শ জনসনের দক্ষতা নিজে পরখ করেছেন। যা দেখে তিনি দারুণ সন্তুষ্ট ছিলেন। অন্যদিকে হার্ডি এই সিরিজে ৭ নম্বরের বিবেচনায় আছেন। অবশ্য পার্থ স্কোরচার্সের হয়ে ৩ নম্বরে ব্যাট করে সফলতা দেখেছেন এই ব্যাটার। ধারণা করা হচ্ছে, এই সিরিজ শেষে তাঁকে তিনে খেলানোর চেষ্টা করবে ম্যানেজমেন্ট। এটি একটি পরিকল্পনার অংশ হবে, কারণ আর ১২ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন রয়েছে। পাশাপাশি হার্ডিকে পঞ্চম বোলার হিসেবেও ব্যবহার করা যাবে। সেই অলরাউন্ড পারফর্ম দেওয়ার ক্ষমতা তাঁর আছে। মার্কাস স্টোইনিস তো আছেন। এছাড়া শর্টও অফ-স্পিন করতে পারেন, বিশেষ করে পাওয়ার-প্লেতে।
জনসন ও হার্ডি; এই দু’জনকে নিয়ে অক্টোবরের ওডিআই সিরিজ ও বিশ্বকাপেও পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার। সাউথ আফ্রিকার সাথে ওডিআই সিরিজেও এই দুই ক্রিকেটার অজি দলে রয়েছেন। সে হিসেবে বলা যায়, তাঁদের নিয়ে পরিকল্পনা রয়েছে আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে।
অস্ট্রেলিয়ার একাদশ:
ম্যাট শর্ট, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), জন ইংলিস, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেনসার জনসন