এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই লোকেশ রাহুল

লোকেশ রাহুল রোহিত শর্মা
Vinkmag ad

এশিয়া কাপ মিশনে শ্রীলঙ্কায় যাওয়ার আগেই ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছে লোকেশ রাহুলের ইনজুরির আপডেট।রাহুল এশিয়া কাপ ২০২৩এর প্রথম দুটি গ্রুপ পর্বের খেলা মিস করবেন।

সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াই সহ, নেপালের বিরুদ্ধে ম্যাচেও পাওয়া যাবে না উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলকে। কারণ তিনি চোট কাটিয়ে এখনও পুরোপুরিভাবে ফিট হতে পারেননি। তাই তাকে ছাড়াই এশিয়া কাপের বিমানে বসবে ভারতীয় দল।

লোকেশ রাহুল এই সময়ে ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেই (এনসিএ) থাকবেন এবং এশিয়া কাপের সুপার ফোর পর্বের আগে সেপ্টেম্বর তাকে নিয়ে ফের সিদ্ধান্ত আসবে। ফিট হলে ঐদিনই দলের সাথে যোগ দিতে রাহুল উড়াল দেবেন শ্রীলঙ্কায়।

হেড কোচ রাহুল দ্রাবিড়ের বক্তব্য,

রাহুল আমাদের সাথে সত্যিই একটি ভাল সপ্তাহ কাটিয়েছেন। সত্যিই ভাল করেছেন, অনেক কিছু করেছেন। আমরা যে রুটে নিতে চাইসে পথে সে সত্যিই ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তবে সে [এশিয়া কাপের] প্রথম পর্বে, ক্যান্ডি পর্বের জন্য অনুপলব্ধ থাকবেন। এনসিএ আগামী কয়েকদিন তার দেখাশোনা করবে। আমরা সেপ্টেম্বর পুনরায় মূল্যায়ন করব। সে সত্যিই ভাল উন্নতি করছে।

টুর্নামেন্টেরগ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ভারতপাকিস্তান আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।এই দুই দলের মধ্যে সেপ্টেম্বর মহাযুদ্ধের আয়োজন করা হয়েছে। এরপর সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে নামবে রোহিতের দল।

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, সুরিয়াকুমার যাদব, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ সাঞ্জু স্যামসন।

৯৭ ডেস্ক

Read Previous

২ সপ্তাহ সময়, ফিরতে পারবে উইলিয়ামসন?

Read Next

অধিনায়ক মার্শের প্রথম একাদশেই ৩ অভিষেক

Total
0
Share