২ সপ্তাহ সময়, ফিরতে পারবে উইলিয়ামসন?

IMG 1721
Vinkmag ad

টেস্টে তাঁর ব্যাটিং র‍্যাংক এখনো শীর্ষে কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক আইপিএল চলাকালীন সময়ে ইনজুরির কারণে তাঁকে যেতে হয়েছে বেশ ধকলের মধ্যে দিয়ে। করতে হয়েছে সার্জারিও। বিশ্বকাপ শেষ এমনটি শোনা গিয়েছিল। তবে ফিরেছেন নেটে, আশার বাণীও ভাসছে। বিশ্বকাপে এখনো চোখ আছে উইলিয়ামসনের। নিজের ফিটনেস প্রমাণ করার জন্য পেয়েছেন ২ সপ্তাহ সময়। নিশ্চিত করেছেন কোচ গ্যারি স্টেড।

এপ্রিলে যখন ইনজুরিতে ছিলেন উইলিয়ামসন, তাঁকে বিশ্বকাপে বিবেচনা করার মতো সাহস দেখায়নি নিউজিল্যান্ড বোর্ড। পত্র-পত্রিকায় দেখা যাচ্ছিল, এবার নিউজিল্যান্ড বিশ্বকাপে যাচ্ছে উইলিয়ামসনকে ছাড়াই। তবে সম্প্রতি তাঁর দারুণ উন্নতি আবারও আশা যোগাচ্ছে। ফিরলেও ফিরতে পারেন কাঙ্ক্ষিত বিশ্বকাপের ময়দানে। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার শেষ সময় সেপ্টেম্বরের ৫ তারিখ। তবে একই মাসের ২৮ তারিখ পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে।

কিউই কোচ স্টেড বলেন, “আমাদের কাছে এখন থেকে প্রায় ২ সপ্তাহ সময় আছে, যতক্ষণ না আমরা নাম ঘোষণা করব। তাঁকে (উইলিয়ামসন) প্রতিটা সুযোগ আমরা দিব এবং পুরো সময়ের ব্যবহার করব”

স্টেড যোগ করেন, “সে সম্পূর্ণ রিহ্যাব অবস্থায় আছে। সে আবার নেটে ব্যাট করছে, যে দেখতে দারুণ। সত্যি সে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আবারও, তাঁর এখনো অনেক কাজ বাকি আছে, সেখানে পৌঁছাতে, যেখানে তাঁর থাকা প্রয়োজন।”

উইলিয়ামসনকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্যও রাখা হতে পারে। হয়তো টুর্নামেন্টের শুরুতে নয়, পরে গিয়ে ম্যাচ খেলার উপযুক্ত হলেন। সেরকম চিন্তাও বোর্ডের আছে। সেক্ষেত্রে স্কোয়াডের সাথে যুক্ত রেখে বা ভ্রমণ-রিজার্ভ হিসেবেও চিন্তাভাবনা করা হচ্ছে।

স্টেড এ বিষয়ে বলেন, “আমরা সব অবস্থা বিবেচনা করে দেখছি। এমন চিন্তাও আছে যে, কেন’ এর নাম দেওয়া হলো, তাঁকে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া গেল না। কিন্তু সে থাকতেও পারে, আবার প্রস্তুত নাও থাকতে পারে।”

অবশ্য খুব বেশি ঝুঁকির দিকে যাবেনা নিউজিল্যান্ড বোর্ড। কারণ উইলিয়ামসনের ভবিষ্যতের দিকে তাকিয়ে, তাঁকে পূর্ণ ফিট হওয়ার ব্যাপারে সময় দিতে হবে। সেটাও মাথায় রাখছেন কোচ স্টেড। আপাতত ২ সপ্তাহের সময় পেয়েছেন উইলিয়ামসন। যেখানে তাঁর ফিটনেসের পুরো অবস্থা নিরীক্ষা করে দেখা হবে। যদি উপযুক্ত হন, সেক্ষেত্রে দলের সঙ্গে ভারতের বিমানে চাপতে দেখা যেতে পারে এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে।

সম্প্রতি জিমি নিশাম ইংল্যান্ড সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। নিশামের প্রথম শিশু জন্ম নেওয়ায়, তিনি পরিবারের সাথে যোগ দিতে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কোল ম্যাকঞ্চি’কে।

৯৭ ডেস্ক

Read Previous

লম্বা হচ্ছে শ্রীলঙ্কার ইনজুরির লিস্ট

Read Next

এশিয়া কাপের গ্রুপ পর্বে নেই লোকেশ রাহুল

Total
0
Share