

এশিয়া কাপের বাকি এক দিন। শ্রীলঙ্কাই একমাত্র দল যারা টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত তাদের স্কোয়াড ঘোষণা করতে পারেনি। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা লঙ্কানদের ইনজুরির দীর্ঘ তালিকায় নতুন করে যোগ দিয়েছেন।
দুশমান্থ চামিরা, লাহিরু কুমারা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে মাদুশঙ্কাও এশিয়া কাপ টুর্নামেন্ট পুরোপুরি মিস করতে চলেছেন।
পেসার বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, চামিকা করুণারত্নে এবং নুয়ান থুশারার কেউ একজন ইনজুরড দিলশান মাদুশঙ্কার জায়গায় সুযোগ পাবেন। তবে দৌড়ে সবচেয়ে এগিয়ে বিনুরা। শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট এর মাঝেই কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা এবং প্রমোদ মাদুশানকে বেছে নিয়েছে পেস ইউনিটের জন্য।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার এশিয়া কাপের জন্য দল ঘোষণা না হওয়ার প্রধান কারণ খেলোয়াড়দের এই ইনজুরি ইস্যু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসন্ন এশিয়া কাপ আসরের আগে চোটের সাথে লড়াই করছে। অন্যদিকে কোভিড–১৯ পজিটিভ হওয়া আভিষ্কা ফার্নান্দো ও কুশল পেরেরা রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।
আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। শ্রীলঙ্কার এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশ ম্যাচ দিয়ে। ৩১শে আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।