বিগ ব্যাশের ড্রাফটে তাইজুল, রিপন ও জাহানারা

আইসিসির সেরা একাদশে জায়গা পাওয়া রিপনের আদর্শ স্টেইন-সাকিব
Vinkmag ad

বিগ ব্যাশ আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য মনোনয়নের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। যেখানে ২৯টি দেশের ৪৯৮ জনক্রিকেটারের নাম এসেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে নারী, পুরুষ মিলিয়ে মোট ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগের ড্রাফট এবং উদ্বোধনী নারীদের বিগ ব্যাশ লিগের ড্রাফটের আগে মনোনয়নের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। প্রায় পাঁচশো ক্রিকেটার রবিবারের ড্রাফটের আগে রিংয়ে তাদের নাম জমা দিয়েছেন।

ম্যান্স বিগ ব্যাশ লিগের ড্রাফটে নাম লেখালেন দুই টাইগার বোলার। একজন হলেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। আরেকজন উদীয়মান পেসার রিপন মন্ডল।

আর উইমেন্স বিগ ব্যাশ লিগের ড্রাফটে একমাত্র জাহানারা আলমের নাম বাংলাদেশ থেকে।

নারীদের বিগ ব্যাশ প্রতিযোগিতায়, ১৯টি দেশের ১২২ জন খেলোয়াড় ড্রাফটের জন্য মনোনীত হয়েছেন। ম্যান্স বিগ ব্যাশের জন্য ২৯দেশের ৩৭৬ জন খেলোয়াড় রয়েছেন।

ডব্লিউবিবিএল ড্রাফ্ট রবিবার অস্ট্রেলিয়া সময় বিকেল ৩টায় এইএসটিতে শুরু হবে, আর বিবিএল ড্রাফট শুরু হবে বিকেল .৩০মিনিটে।

৯৭ ডেস্ক

Read Previous

এশিয়া কাপে বোলারদের দিকে নজর রাখবেন ওয়াসিম আকরাম

Read Next

এশিয়া কাপের ম্যাচ-অফিশিয়াল যারা

Total
0
Share