

দক্ষিণ আফ্রিকায় টি–টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অজি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডকে। ম্যাক্সওয়েল ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়, বিপরীতে ওয়েড বসছেন দক্ষিণ আফ্রিকার বিমানে।
গোড়ালির ছোট ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান সুপারস্টার গ্লেন ম্যাক্সওয়েল।
সোমবার বিকেলে, ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে ম্যাক্সওয়েল ডারবানে দলের প্রথম অনুশীলনের সময় তার বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেছিলেন। এমন পরিস্থিতিতে ম্যাক্সওয়েলকে নিয়ে কোনো ঝুকি নিতে চায় না দল। পিতৃত্বকালীন ছুটির জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজও মিস করবেন ম্যাক্সওয়েল।
সফরের টি–টোয়েন্টি পর্বে অস্ট্রেলিয়া দলকে খেলতে হবে তারকা ক্রিকেটারদের ছাড়াই। স্কোয়াডে নেই স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, প্যাটকামিন্স, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাথু ওয়েড অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াডে ম্যাক্সওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন এবং কিংসমিডে বুধবারের প্রথম ম্যাচের আগে সফরকারী দলে যোগ দেবেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড–
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরন্ডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু ওয়েড, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।