

এশিয়া কাপের বাকি দুই দিন। শ্রীলঙ্কাই একমাত্র দল যারা টুর্নামেন্টের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেনি। তবে এই সময়ের মাঝেই স্কোয়াড নিয়ে প্রথম ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৩১শে আগস্ট, যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ।
এখনও শ্রীলঙ্কার এশিয়া কাপের জন্য দল ঘোষণা না হওয়ার প্রধান কারণ হতে পারে খেলোয়াড়দের ইনজুরি ইস্যু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসন্ন এশিয়া কাপ আসরের আগে চোটের সাথে লড়াই করছে। গুরুত্বপূর্ণ চার ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
পেসার দুশমান্থ চামিরার কাঁধের চোটের জন্য পুরো টুর্নামেন্ট মিস হতে পারে। ইনজুরির কারণেই এলপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলা হবে না গ্রুপ পর্ব। অন্যদিকে কোভিড–১৯ পজিটিভ হওয়া আভিষ্কা ফার্নান্দো ও কুশল পেরেরা রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডই একমাত্র, যারা টুর্নামেন্টের দুই দিন বাকি থাকতেই স্কোয়াড ঘোষণা করতে পারেনি। বাকি পাঁচ দেশের স্কোয়াড ঘোষণা সম্পন্ন। দলগুলো একে একে পৌঁছে যাচ্ছে তাদের প্রথম ম্যাচের ভেন্যুতেও।
আগামী ৩০ তারিখ মুলতানে পাকিস্তান–নেপাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে শ্রীলঙ্কা দিয়ে। ম্যাচটি ৩১শে আগস্ট পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।