

আহমেদাবাদ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ৪ অক্টোবর মূলত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ক্যাপ্টেন্স ডে। দৃষ্টিনন্দন এই ইভেন্টে ১০ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। এর আগের দিন এখানেই হবে জমকালো এক উদ্বোধনী আয়োজন। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সব দলের অধিনায়কদের।
দ্য ক্রিকবাজের প্রতিবেদন বলছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি খুব বেশি বড় আকারে না হলেও দেখা যাবেজমকালো কিছু আয়োজন। অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহনকারী ১০ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন। এছাড়াও আইসিসি, বিসিসিআই প্রতিনিধির সাথে বেশ কয়েক কিংবদন্তি উপস্থিত থাকবেন।
এবারও বিশ্বকাপে খেলবে ১০টি দল। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
৪ অক্টোবরের ইভেন্টটি মূলত ‘ক্যাপ্টেনস ডে’ হিসেবে সেট করা হয়েছে। যেখানে ১০ জন অধিনায়কের উপর ফোকাস করা হবে। এরআগে ২ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ৪ অক্টোবর আহমেদাবাদে আসবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।