

সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া ক্রিকেট নিয়ে আলোচনা, ধারাভাষ্য, লেখালেখি ও মন্তব্য করেন বিভিন্ন জায়গায়। আসন্ন এশিয়া কাপ নিয়েও চোপড়ার বিভিন্ন বিশ্লেষণ ও মন্তব্য কানে আসছে, পোর্টালে ভাসছে। বিশেষ করে ভারতীয় দল নিয়ে। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ উপলক্ষ্যে সেরা অলরাউন্ডার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যেখানে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ হিসেবে সাব্যস্ত করেছেন এই ভারতীয়।
আকাশ চোপড়া কলাম লিখেন, ক্রিকেটে ধারাভাষ্য দেন, নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্যও রাখেন। বাংলাদেশের বিষয়ে চোপড়ার মন্তব্য এর আগেও নজরে পড়ে থাকবে সমর্থকদের। বাংলাদেশের ব্যাপারে বেশ ইতিবাচক দৃষ্টি রাখেন এই সাবেক ওপেনার। সাকিবের ব্যাপারে দারুণ উৎসাহী তিনি। এর আগেও বিভিন্ন জায়গায় এর প্রমাণ মিলেছে।
নিজের ইউটিউব চ্যানেল ‘Aakash Chopra’- যেখানে ক্রিকেট বিষয়ক অনেকরকম ভিডিও তিনি তৈরি করেন। আজ (২৭ আগস্ট) ‘Who’s the best All-Rounder’ এমন শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তাঁর মতে বিশ্বকাপের জন্য সেরা অলরাউন্ডার কারা, সে বিষয়ে মন্তব্য করা হয়েছে। যেখানে বাংলাদেশের সাকিব আল হাসানের কথা বলতে গিয়ে চোপড়া ‘ড্যাডি অব অলরাউন্ডার’ হিসেবে সাকিবকে তুলে ধরেন।
তিনি আরো যোগ করেন,
“আপনি যদি ২০১৯ বিশ্বকাপের কথা স্মরণ করেন, সে সেই বিশ্বকাপ নিজের করে নিয়েছিল। সে বলেছিল, এটা আমারই। সেই পারফর্ম-ই সে করেছে।”
চোপড় বলেন, “একপাশে শুধু সাকিব এবং অন্যপাশে বাকি অলরাউন্ডার।”
২০১৯ বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরম্যান্স সবারই জানা। যেখানে ৮ ম্যাচ খেলে ৬০৬ রান ও ১১ উইকেট লাভ করেছিলেন তিনি। চোপড়া সাকিবের কথা বলতে গিয়ে গত এক বছরের ওডিআই পরিসংখ্যান তুলে ধরেন। যেখানে ৯ ম্যাচে সাকিব রান করেছে ৩৩১ এবং উইকেট নিয়েছে ১৬ টি।
শুধু সাকিব নন। চোপড়ার এই সেরা অলরাউন্ডার লিস্টে আরো ছিল; হার্দিক পান্ডিয়া, মিচেল মার্শ, ক্রিস ওকস, শাদাব খান ও ব্যাস ডি লিড এর নাম।